দক্ষিণ আফ্রিকার বিতর্কিত আম্পায়ারিংয়ে সাকিবের ক্ষোভ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২, ০৭:১৪ পিএম
ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট ꦡসিরিজে চলমান ডারবান টেস্টে আম্পায়ারদের পক্ষপাতিত্বের শিকার হচ্ছে বাংলাদেশ দল৷ টাইগার বোলার-ফিল্ডারদের সব আবেদনে যেন সাড়া না দেবার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই আম্পায়ার।

এই দৃশ্য চোখ এড়ায়নি বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকജিব আল হাসানের। দলের সঙ্গে না থাকলেও এসব দেখে চুপ থাকতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার আম্পায়ারিং নিয়ে নিজের ক্ষোভপ্রকাশ করেছেন সাকিবꦡ।

রোববার (৩ 𒁃মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে একটি পোস্ট করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।&nb꧅sp;

পোস্টে সাকিব লেখেন, “আমার মনে হয়, আইসিসির এখন আবার নিরপেক্ষ আম্পায়ারিংয়ের নিয়মে ফিরে যাওয়া উচিত। কারণ বেশিরভꦬাগ ক্রিকেট খেলুড়ে দেশেই এখনℱ কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে।”

চলতি ডারবান টেস্টে আম্পায়ারিং করছেন দক্ষিণ আফ্রিকার দুই আম্পায়ার মারাইস এরাসমাস ও 💫আদ্রিয়ান হোল্ডস্টোক। তাদের একের পর এক পক্ষপাতমূলক সিদ্ধান্ত দেখেই আইসিসির ♚পরিবর্তিত নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন সাকিব।

প্রসঙ্গত, করোনা𒆙 মহামারির কারণে আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটে নিরপেক্ষ আম্পায়ারিং বাধ্যতামূলক রাখেনি।  যার কারণে স্বাগতিক দেশেরই দুই আম্পাꦺয়ার মিলে পরিচালনা করেন যেকোনো ম্যাচ।