বাবরদের বিপক্ষে অজিদের রানের পাহাড়

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০৮:১৭ পিএম
ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানের বোলারদের ব্যর্থতায় রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে পাকদꦚের ৩৪৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অজিরা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায়। মাত্র ১ রানেই ওপেনার অ্যারন ফিঞ্চ ফিরে গিয়ে পাকিস্তানকে উচ্ছ্বাসে ⛄ভাসায়। তবে এই উচ্ছ্বাস কালো মেঘে ঢেকে যায়। কারণ আরেক ওপেনার ট্রেভিস হেড ও বেন ম্যাকডারমট দুজনই পাকিস্তান বোলারদের বিপক্ষে মারমুখী হয়ে খেলতে থাকেন। ট্রেভিস ৮৯ ও বেন ম্যাকডারমট ১০৪ র🅠ান করেন।

অজিদে൲র ১৬৩ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে ট্রেভিসের আউটের মাধ্যমে। মারনাস ল্যাবুসচেন ও মার্কোস স্টয়নিসও চমৎকার খেলেন। ল্যাবুসচেন ৫৯ ও স্টয়নিস ৪৯ রান করেন। 

বাকি🍨 ব্যাটারদের তেমন ভূমিকা না থাকলেও অজিদের ইনিংস ৩০০ পার করতে তেমন অসুবিধাই হয়নি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৮ রানে থামে অজিদের ইনিংস।

বোলিংয়ে স্বাগতিকদের♉ শাহিন শাহ আফ্রিদি একাই অজিদের ৪ উইকেট তুলে নেন। এছাড়া মোহাম্মদ ওয়া💮সিম পান দুই উইকেট।

আরও সংবাদ