চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম ম্যাচে চেন্না❀ই সুপার কিংসের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নবꦯাগত লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন সিএসকে সাবেক ক্যাপ্তান মহেন্দ্রসিং ধোনি। মাত্র ১৫ রান করতে পারলেই টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চম ভারতীয় হিসেবে ৭ হাজার রানে মাইলফলক স্পর্শ করবেন তিনি।
বৃহস্পতিবার (৩১ মার্চ) মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে𝔉 ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
আসরে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। উদ্বোধনী ম্যাচে কলকাতা ন💖াইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই হেরেছে ৬ উইকেটের ব্যব🍌ধানে। অন্যদিকে গুজরাটের বিপক্ষে লখনৌ হেরেছে ৫ উইকেটের ব্যবধানে।
চেন্নাই সুপার কিংস একাদশ : রুতুরাজ গায🎐়কওয়াড়, রবিন উথাপ্পা, মঈন আলি, আম্বাতি রায়ডু, 🍷রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), এমএস ধোনি (উইকেটরক্ষক), শিবম দুবে, ডোয়াইন ব্রাভো, ডোয়াইন প্রিটোরিয়াস, মুকেশ চৌধুরী ও তুষার দেশপান্ডে।
লখনউ সুপার জায়ান্টস একাদশ : কেএল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক𝔍 (উইকেটরক্ষক), এভিন লুইস, মণীশ পান্ডে, দীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রুনাল পান্ড্য, দুষ্মন্ত চামেরা, অ্যান্ড্রু টাই, 🐓রবি বিষ্ণোই ও আভেশ খান।