আইপিএল ২০২২

কেকেআরের বিপক্ষে কোহলির বেঙ্গালুরুর কষ্টার্জিত জয়

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০২:১৮ এএম
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়া൩র লিগে চলতি আসরের ষষ্ঠ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 𝓀যখন মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায়, তখন রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু সমর্থকরা ভেবেছিলেন সহজ জয় পেতে যাচ্ছে ফাফ ডু প্লেসিরা। কিন্তু মুম্বাইয়ে আজ শেষ পর্যন্ত ঘাম ঝরিয়ে ৩ উইকেটের কষ্টার্জিত এক জয় তুলে নিয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরু। 

বুধ👍বার (৩০ মার্চ) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা। দলীয় ১৪ রানে ভেঙ্🃏কটেশ আইয়ারের (১০) বিদায় দিয়ে শুরু। এরপর দলীয় পঞ্চাশের আগেই একে একে বিদায় নেন অজিঙ্কা রাহানে (৯), নিতেশ রানা (১০) ও শ্রেয়াস আইয়ার (১৩)। 

ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক🍌লকাতা পরে ম্যাচে ফিরতে পারেনি ব্যাঙ্গালুরুর বোলারদের তান্ডবে। কলকাতার দুঃসময়ে কেউই হাল ধরতে পারেননি। সর্বﷺোচ্চ ২৫ রান আসে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে। ১০১ রানে নবম উইকেটের বিদায়ের পর শেষ পর্যন্ত ১২৮ পর্যন্ত দলের সংগ্রহ টেনে নিয়ে যান উমেষ যাদব ও বরুণ চক্রবর্তীর জুটি। তবুও ১৮.৫ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় কলকাতার ইনিংস।

ব্যাঙ্গালুরুর পক্ষে শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙা ৪টি উইকেট দখল করেন। এছা꧑ড়া আকাশ দ্বীপ ৩টি, হার্শাল প্যাটেল ২টি ও মোহাম্মদ সিরাজ একটি উইকেট পান।

জবাবে রান তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ♒বলেই অনুজ রাওয়াতের উইকেট হারায় বেঙ্গালুরু। পরের ওভারের শেষ বলে দলীয় ১৭ রানে অধিনায়ক ফাফ ডু প্লেসিও সাজঘরে ফেরেন। তখন ক্রিজের অন্য প্রান্তে বিরাট কোহলিকে দেখে অস্বস্তিটা কেটে যা🔯ওয়ার কথা।

কিন্তু ঠিক পরের ওভা🍰রের প্রথম বলে উমেষের বলে উইকেটের পিছনে জ্যাকসনের হাতে ক্যাচ দিয়ে কোহলি ফিরলে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় তারা। সেখান থেকে দলকে প্রাথমিক চাপ সামলে একটু একটু করে এগিয়ে যেতে থাকেন ডেভিড উইলি ও শেরফান রাদারফোর্ড। চতুর্থ উইকেটে উইলির (২৮ বলে ১৮) সঙ্গে ৪৫ রানের জুটিতে বেঙ্গালুরুর ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন শেরফান।

পঞ্চম উইকেটে শাহবাজ 🦩আহমেদের সঙ্গেও গড়েছেন ৩০ বলে ৩৯ রানের জুটি। যেখানে শাহবাজের অবদান ২০ বলে ৩ ছক্কায় ২৭ রান। এই দুই ব্যাটার দ্রুত বিদায়ের পর এক চার মেরে বিদায় নেন হা✃সারাঙাও। ফলে শেষ ২ ওভারে ১৭ রানের লক্ষ্য দাঁড়ায় বেঙ্গালুরুর সামনে। দীনেশ কার্তিকের ৭ বলে ১৪ রানের সঙ্গে হার্শাল প্যাটেলের ৬ বলে ২ চারে ১০ রানে ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বেঙ্গালুরু। 

বোলিংয়ে  কেকেআরের পক্ষে টিম🐽 সাউদি নেন ৩ টি উইকেট। এছাড়া উমেষ ২ এবং নারাইন-বরুণ পান একটি করে উইকেট।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বে🅷ঙ্গালুরুর বোলার হাসারাঙা🍨।