ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি বছরের আসরে টস জিতে সব দলই যেন একই পথ অনুসরণ করছে। ব্যতিক্রম হলো না রাজস্থান রয়েলস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের বেলায়ও। রাজস্থানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দ্রাবাদ অধ♏িনায়ক কেন উইলিয়ামসন।
মঙ্গলবার (২৯ মার্চ) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আইপিএলের এবারের আসরের পঞ্চম ম্যাচের খেলাটি শুরু হবে বাং🍃লাদেশ সময় রাত ৮ টায়।
আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়েলস। আর হায়দ্রাবাদ শ𝔉িরোপা জেতে ২০১৬ সালের আসরে। দুই দলই তাদের প্রথম ম্যাচে খেলতে নামছে। এবার আইপিএল শুরুর আগে মেগা নিলাম অনুষ্ঠিত হওয়ায় সব দলের মতো রাজস্থান রয়েলস এবং সানরাইজার্স হায়দ্রাবাদেরও স্কোয়াডে পরিবর্তন এসেছে।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ: অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), এইডেন মা🍒র্করাম, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও ওমরান মালিক।&nbಞsp;
রাজস্থান রয়্যালস একাদশ: যশস্বী জয়স🐠ওয়াল, জস বাটলার, দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, নাথান কুল্টার-নাইল, যুবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রসিদ কৃষ্ণা।