টাইগ্রেসদের কাছে হারের ক্ষত এখনো সারেনি পাকিস্তানের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ০৪:১৭ পিএম
ছবি সংগৃহীত

প্রমীলা বিশ্বকাপের আসরে পাকিস্তানের এবার খুব বাজে সময় কেটেছে। প্রথমবার খেলতে যাওয়া বাংলাদেশের চেয়েও তাদের অবস্থা করুণ ছিল। তলানির দল হ𓆏িসেবে টুর্নামেন্ট শেষ করেছে তারা। 

নক আউট পর্বে সেমিফাইনালের চার দল নির্বাচিত হয়েছে। উপমহাদেশের তিন দল পাকিস্তান,🃏 ভারত ও বাংলাদেশকে ফিরে আসতে হয়েছে গ্রুপ পর্বের ম্যাচ খেলেই। 

বাংলাদেশের বিপক্ষে অল্প রানে পরাজয়ের গ্লানি তাড়া করছে পাকিস্তান দলের অধিনায়ক বিসমা মারুফকে। হ্যামিল্টনে বাংলাদেশের কাছে মাত্র ৯ রানে হেরেছে তারা। এছাড়া মাউন্ট মুঙ্গাইনুইতে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ রানে হেরে যায় দলটি। ওই দুটি ম্যাচ জিততে পারলে ফলাফল অন্যরকম হতে পারত ব♕লে মনে করেন বিসমা।

দেশে ফিরে হতাশা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, “আমাদের সুযোগ ছিল। কিন্তু দক্ষিণ আফ্রꦫিকা এবং বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ হেরে আমরা ব্যাকফুটে গেলাম। যদি ওই দুটি ম্যাচের ফলাফল আমাদের পক্ষে থাকত, তবে নক আউট পর্ব খেলার সুযোগ তৈরি হতো। কিন্তু ম্যাচ জেতার মতো আগ্রাসী মনোভাব আমাদের ছিল না।&rdq🌜uo;