আইপিএল ২০২২

শুরুর বিপর্যয় সামলে লখনৌর সংগ্রহ ১৫৮

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ১০:০৮ পিএম
ছবি সংগৃহীত

ইনিংসে প্রথম বলেই উইকেটের পিছনে ক্যাচ ꧙দিয়ে সাজঘরের পথ ধরেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। এরপর একে একে বিদায় নেন ডি কক, এভিন লুইস ও মনীশ পান্ডে। পাওয়া🐼র প্লেতে ৪ উইকেট হারানো লখনৌ এরপর মিডল অর্ডারে দীপক হুদা ও আয়ুশ বাদোনির ৮৭ রানের জুটিতে ১৫৮ রানের সংগ্রহ পেয়েছে লখনৌ সুপার জায়ান্টস। 

সোমবার (২৮ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নবাগত দুই দলের খেলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে লখনৌ। পাও🐈য়ার প্লেতে গুজরাটের দুই পেসার মোহাম্মদ শামির ৩ ও বরুন অরুণের ১ উইকেটে ৩২ র🌺ান করে লোকেশ রাহুলের দল। এরপর মিডল অর্ডারে দীপক হুদা ও আয়ুশ বাদোনির ৮৭ রানের জুটিতে দলীয় একশ রান ছাড়িয়ে যায় তারা। শুরু থেকেই হাত খুলে ব্যাট করতে থাকা হুদা ৪১ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৫ রান করে রশীদ খানের ঘুর্ণিতে বিদায় নেন। 

এরপর আয়ুশ বাদোনিও ব্যাট হাতে ঝড় তোলেন। আꦛইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে আয়ুশও ৪১ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেন। এরপর শেষ দিকে ক্রুনাল পান্ডিয়ার ১৩ বলে ২১ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করেছে লখনৌ সুপার জায়ান্টস। 

গুজরাটে পক্ষে বোলিংয়ে ২৫𝓡 রানে ৩ উইকেট পান মোহাম্ম🐷দ শামি। এছাড়া বরুণ অরুণের শিকার ২ উইকেট। 

লখনৌ সুপার জায়ান্টস একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), 🍸কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এভিন লুইস, মনীশ পান্ডে, দীপক হুদা, ক্রুনাল পান্ডিয়া, মহসিন খান, আয়ুশ বাদোনি, দুষ্মন্ত চামেরা, রবি বিষ্ণুই ও আভেশ খান। 

গুজরাট টাইটানস একাদশ: শুভমান গিল🌜, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া (অধিনায়কꦐ), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, লকি ফার্গুসন, মোহাম্মদ শামি ও বরুণ অ্যারন।

আরও সংবাদ