দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট সিরিজের 🌟স্কোয়াডে থাকলেও পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ থাকার কারণে দেশে ফিরে এসেছেন তিনি। এদিকে ঐতিহাসিক সিরিজ জয়ের পর শুধু ওয়ানডে দলের স্কোয়াডে থাকা আরও ৩ ক্রিকেটার দেশে ফিরেছেন।
শুক্তবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূ꧒ত্র। দেশে ফেরা ক্রিকেটাররা হলেন আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ আর নাসুম আহমেদ।
মূলত টেস্ট দলে না থাকায় ফিরে এসেছেন ওয়ানডে দলের এই তিন ক্রিকেটার। এবার কয়েক দিন বিশ্রাꦜমের পর চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজ নিজ দলে যোগ দেবেন তারা।
এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে দক্ষিণ আফ্রিকা থেকে সরা🐼সরি ভারতের উদ্দেশে রওনা হয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহ💞মান। এবার তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন। তার আগে নিলামে তাকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভেড়ায় ফ্রাঞ্চাইজিটি।