আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আবাহনীতে নাম লিখিয়েছেন আফগানিস্ত🧸ানের তারকা ক্রিক🔯েটার নাজিবউল্লাহ জাদরান। বাংলাদেশে পৌঁছে ক্লাবের সঙ্গে যুক্তও হয়েছেন তিনি। ঢাকায় এসে রোববার (১৩ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনও করেছেন এই বাঁহাতি ব্যাটার।
ডিপিএলের উদꦆ্ভোধনী দিনের প্রথম ম্যাচে আবাহনী মুখোমুখি হবে নবাগত রূপগঞ্জ টাইগার্সের। চুক্তি অনুযায়ী আবাহনীর তিনটি ম্যাচ খেলবেন জাদরান। আবাহনী টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানা যায়, বাকি ম্যাচগুলো খেলবেন ভারতীয় টেস্ট দলের ব্যাটার হনুমা বিহারি।
আবাহনী জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে৷ তবে টাইগাররা এখন ব্যস্ত জাতীয় দলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে তারা এখন দেশের বাহিরে। ফলে লিগের শুরুতে লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়কে দল পাচ্ছে না তারা। তবে লিগের নক আউট পর্বের আগেই তারা যুক্ত হতে 🙈পারবেন।
আবাহনীর দেশি স্কোয়াড: লিটন দাস, মুন⭕িম শাহরিয়ার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, আরাফাত সানি তানজিম হাসান সাকিব, শামীম হোসেন পাটোয়ারী, জাকির আলী অনিক, মাহমুদুল হাসান জয়, তৌাহিদ হৃদয়, তানভির ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।
আবাহনীর বিদেশি খেলো🅠য়াড়: নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান) ও হনুমা বিহারি (ভারত)।