কাতার বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ছেন তিতে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৩:৩৪ পিএম
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ বিশ্বকাপের পর ব্রাজিল জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিতে। ব্রাজিলিয়ান টিভি চ্যানেল স্পোরটিভিকে এক সাক্ষাৎকারে এমনটি তিনি নিজেই নিশ্চিতౠ করেছেন।

সাক্ষাৎকারে তিতে বলেন, ‘বিশ্বকাপ পর্যন্তই আমি আছি। এখানে মিথ্যা বলার ♍কিছু নেই। শুধু বিশ্বকাপটা ছাড়া আমার আর কিছু জেতা বাকি নেই।’ 

ব্রাজিলের সাবেক কোচ কার্লোস দুঙ্গা ছাঁটাই হওয়ার পর ২০১৬ সালে ব্রাজিল কোচের দায়িত্ব নেন তিতে। তার অধীনে ব্রাজিল ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে। এরপর চার বছ🌱রের নতুন চুক্তি করেন তিনি।

তার অধীনেই ২০১৯ কোপা আমেরিকা শিরোপা জয় করে ব্রাজিল। ২০২১ সালের কোপা আমেরিকায় ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে রানার্স আপ হয়🌸 তার দল। এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইয়েও দুর্দান্ত ফর্মে আছে সেলেকাওরা। কোনো ম্যাচ না হেরেই ইতোমধ্যে কাতারের টিকিট নিশ্চিত করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্প🌠িয়নরা।

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছেন নেইমার-কৌতিনহোরা। বাছাইপর্বে ১৫ ম্যাচে ব্রাজিলকে এখন পর্যন্ত কেউ হারাত♛ে পারেনি, ১২ জয়ের পাশাপাশি আছে ৩ ড্র। এবারের বিশ্বকাপেরও হট ফেভারিট তিতের ব্রাজিল।

ব্রাজিলের কোচ হওয়ায় নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করে তিতে বলেন, "আমি নিজের কাজে মনোযোগী। আমি জানি ফুটবলে একটা চক্র থাকে, তাই এই পদে (ব্রাজিল কোচ) আসতে পারাটা আমার জন্য অনন্য সুযোগ, যেখানে আরও অনেক উঁচু মা🐼নের পেশাদার লোকেরা ভালো কাজ করছেন।"

আসল নাম আদেনর লিওনার্দো বাচ্চি হলেও ব্রাজিলের ঘরোয়া ফুটবলে তিনি তিতে নামেই পরিচিত। ২০১৬ কোপা আমেরিকায় ব্রাজিল গ্রুপ পর্ব থেকে বাদ পড়ারꦦ পর দলটির কোচের দায়িত্ব নেন তিতে। 

এর আগে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে👍 গ্রেমিও, ইন্তারনাসিওনাল, করিন্থিয়ান্সের কোচ হিসেবে সাফল্য পেয়েছেন। আতলেতিকো মিনেইরো ও পালমেইরাসের কোচের দায়িত্বেও ছিলেন তিতে। করিন্থিয়ান্স কোচ হিসেবে ২০১২ সালে ক্লাব বিশ্বকা༒প এবং ২০১৫ সালে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর জাতীয় দলের দায়িত্ব পান তিনি।

এখন পর্যন্ত তিতের অধীনে ব্রাজিল ৭০টি ম্যাচ খেলেছে। জিতেছে ৫১টি, ড্র ১৪ এবং হেরেছে মাত্র পাঁচটি ম্যা🐽চ।