অলিম্পিকে ইতিহাস গড়লেন তুর্কমেনিস্তান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০৫:৫৪ পিএম

অলিম্পিকে সোনা না জিতে ইতিহাস গড়েছেন পলিনা গুরিয়েভা💝। ভারোত্তলনে মেয়েদের ৫৯ কেজি বিভাগে পলিনা জিতেছেন রোপা। আর তাতেই অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো পদকের দেখা পেল তুর্কমেনিস্তান।

ভারোত্তলনেꦛ মেয়েদের ৫৯ কেজি বিভাগে সোনা জিতেছেন চাইনিজ তাইপের কিউ হুসিং চুন🎀। সোনা জিততে তিনি রেকর্ড ২৩৬ কেজি উঠিয়েছেন।

অন্যꦏদিকে তুর্কমেনিস্তানকে প্রথম পদক এনে দেওয়া পলিনা তুলেছেন ২১৭ কেজি।

আর🌃 গুরিয়েভার চেয়ে তিন কেজি কম উঠিয়েছেন জাপানের ভারোত্তলক মিকিকো আনদোহ। তিনি জি🀅তেছেন ব্রোঞ্জ ।