আর্সেনালের স্ট্রাইকার অবামেয়াংকে দলে নিল বার্সেলোনা

ফারজানা ববি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৭:০২ পিএম

ফ্রি ট্রান্সফারে ইংলিশ ক্লাব আর্সেনালের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। এক বিবৃতিতে নতুন এই চুক্তির তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

২০২৫ সালের জুন  পর্যন্ত চুক্তি স্বাক♎্ষর করেছে অবামেয়াং। যার বাইআউট ক্লজ ধরা হয়েছে ১০০ মিলিয়ন ইউরো।

মঙ্গলবার অবামেয়াংয়ের বিদায় নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বিবৃতিতে আর্সেনাল জানায়, "আমরা অবামেয়াংকে তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা 🧸জানাই। ক্লাবে তার অবদানের জন্য তাকে ধন্যবাদ।"

অবামেয়াংয়ের সাথে আর্সেনালের চুক্তির আরও ১৮ মাস বাকি ছিল। তবে গত ৬ ডিসেম্বরের পর ক্লাবের হয়ে আর খেলেননি তিনি।

মেডিক্যাল টেস্টে তার হৃদযন্ত্রে ক্ষত দেখা দেওয়ায় আফ্রিকা কাপ অফ নেশনস থেকেও তাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। ক্যামেরুনে পৌঁছানোর করোনꦡাতেও আক্রান্ত হয়েছিলেন তিনি।