লাল কার্ড দেখে তিন ম্যাচের জন্য নিষ൲িদ্ধ হয়েছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার কাইল ওয়াকার। চ্যাম্পিয়নস লিগে ল༒াইপজিগের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে লাল কার্ড দেখেন তিনি।
শুক্রবার (২৮ জানুয়ারি) ওয়াকারের বহিষ্কার🐷ের বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে উয়েফা কর্তৃপক্ষ।
এর আগে গত ৭ ডিসেম্বর ইউরোপ সেরার মঞ্🍰চে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরে যায় প্রিমিয়ার লিগের ক্লাবটি। ওই ম্যাচের ৮২ মিনিটে আন্দ্রে সিলভাকে ফাউল করে বহিষ্কার হন ওয়াকার।
এদিকে গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হওয়া পেপ গার্দিওলার দল শেষ ষোলোর ম্যাচে খেলবে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনে🍌র বিপক্ষে। বহিষ্কারের ঘটনার কারণে দুই লেগেই ওয়াকারকে ছাড়া খেলতে হবে ম্যানচেস্টার সিটিকে।
অন্যদিকে স𝕴িটি যদি কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নেয়, তবে প্রথম লেগের ম্যাচও ❀মিস করবেন এই ইংলিশ ফুলব্যাক।