বিসিএলের দ্বৈত সেরা মিঠুন-জাকির

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০৮:৫৯ পিএম

দুজনের মধ্যে কে সেরা- এটা নির্ধারণ ജকরা যায়নি শেষ পর্যন্ত। সুতরাং দুজনকে দেওয়া হয় সেরার তকমা। কথা হচ্ছে বিসিএল নিয়ে। যেখানে দুজনকে দেওয়া হয় টুর্নামেন্ট সেরার পুরস্কার। মধ্যাঞ্চলের মোহাম্মদ মিঠুন ও দক্ষিণাঞ্চলের জাকির হাসান টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন। তারা পুরস্কার হিসেবে পাবেন ১ লাখ টাকা।

প্রথম শ্রেণির ক্রিকেটের এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান এসেছে ওয়ালটন মধ‍্যাঞ্চল দলের মিঠুনের ব‍্যাট থেকে। 💃বিসিএলে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। ৪ ম‍্যাচে সাত ইনিংসে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৬৬.৮৫ গড়ে রান করেছেন ৪৬৮ রান। 

জাকির দক্ষিণাঞ্চলের হয়ে বিসিএল 🦂কাটালেন দারুণ। তিনি করেন তিন সেঞ্চুরি- ১৫৮, ১০৯ ও অপরাজিত ১০৭ রান। ৫ ইনিংসে ৯৯ গড়ে তার রান ৩৯৬। 

ফাইনালে জোড়া সেঞ্চুরি করা মধ‍্যাঞ্চলের শুভাগত হোম চৌধুরি জিতেছেন ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার। তিনি পেয়েছেন ৩০ হাজার টাকা পুরস🍒্কার।

শিরোপাজয়ী মধ‍্যাঞꦡ্চল পেয়েছে ২০ লাখ টাকা। ফাইনালে ৪ উইকেটে হেরে যাওয়া দক্ষিণাঞ্চলের প্রাপ্তি ১০ লাখ টাকা।