নেপালকে বিশাল ব্যবধানে হারাল টাইগার যুবারা 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ০৬:৪৮ পিএম

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ൲ে 🐼নেপালকে উড়িয়ে দিয়েছে টাইগারা যুবারা। বাংলাদেশের দেওয়া ২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৩ রানেই অল আউট হয়ে যায় নেপাল। প্রথম ম্যাচেই ১৫৪ রানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। 

টস জিতে ব্যাট করতে নেমে প্রান্তিক নওরোজ নাবিলের ১২৭, ফাহিমের ৫৮ রানে 💎ভর করে স্কোরবোর্ডে ২৯৭ রান তুলে টাইগার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের চাপে পড়ে নেপালের যুবারা। 

দলীয় ৫ রানেই অর্জুন কুমালকে বোল্ড করেন তানজিম হাসান সাকিব। ১২ রান করে সাকিবের বলেই বোল্ড হন অধিনায়ক দেব ﷺখানাল। বল হাতে নিয়েই শাসাতে থাকেন টাইগারদের অধিনায়ক রাকিবুল হাসান। সান্তোশ♑ কাকরিকে ৩ রানেই ফেরান রাকিবুল। 

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। নেপালের হয়ে গুলসান ঝা 💟৩৫, বিবেক মাগার ৩৩, বিবেক যাদব ২৬ ও অর্জুন সৌদ করেছেন ১৫ রান। ৪২.৩ ওভারে ১৪🐈৩ রানেই অল আউট হয়ে যায় নেপাল। ফলে বাংলাদেশ পায় ১৫৪ রানের জয়। 

বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, এসএম মেহরাব ও নাইমুর রহমান। এই জয়ে পয়ে🃏ন্ট টেবꦅিলের শীর্ষে উঠে এল বাংলাদেশের যুবারা।