বিশ্বকাপে যাওয়ার আগেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। কথা অনুযায়ী কাজও করেছেন তিনি। এবার কোহলিকে ওয়ানডে দলের অধি💎নায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। রোহিতের মতে অধিনায়কের কাজ সামনে থেকে না, অধিনায়ককে পেছন থেকে দায়িত্ব পালন করতে হয়, দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এমন কথাই বলেছেন তিনি।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সাংবাদিক বোরিয়া মজুমদারের অনুষ্ঠান 'ব্যাকস্টেজ উইথ বোরিয়া'-তে উপস্থিত হয়েছিলেন ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক রোহিত। সেখানে রোহিত বলেন, ‘আমার মতে, অধিনায়ককে পিছনে দাঁড়াতে হয়। অধিনায়ক সামনে থাকতে পারেন না। পারফরম্যান্সের হিসাবে তাকে সামনে থাকতে হয়। কিন্তু বাকি সবকিছুর সময় তাকে পিছনে থাকতে হবে। নিশ্চিত করতে হবে যে বাকি খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব পালন করছেন, সেটা যেভাবেই হোক না কেন। এটা আমি বললাম কারণ, যাতে নিশ্চিত করা যায় যে অধিনায়ক পিছন থেকে সকলের দিকে হাত বাড়িয়ে দিতে পারেন। অধিনায়ককে পিছনে থাকতে হবে মানে আমি এটাই বলতে চেয়েছি।’
এই অনুষ্ঠানে রোহিত আরও বলেন, ‘যখন দল ভালো খেলে তখন অধিনায়ক ভালো হন। দল খারাপ খেললে কেউই অধিনায়ককে দেখতে পারে না। আমার কাছে বিষয়টা হচ্ছে, আপনার দলে কেমন খেলোয়াড় আছে, সাপোর্ট🃏 স্টাফরা খেলোয়াড়দের কী করতে দিচ্ছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। সবকিছু যখন ভালো যায়, তখন অধিনায়ককে অনেক কৃতিত্ব দেওয়া হয়। একইসঙ্গে যখন জিনিসপত্র ঠিকভাবে হয় না, তখন অধিনায়ককে দোষারোপ করা হয়। আমার মনে হয়, অধিনায়কত্বের বিষয়টি সেভাবে দেখা ঠিক নয়। অধিনায়কের ভূমিকা কী, সেটা সবাইকে বুঝতে হবে। অধিনায়ক নিশ্চিত করেন, উপযুক্ত খেলোয়াড়রা খেলছেন, সঠিক কম্বিনেশন বেছে নেওয়া হয়েছে। তাছাড়া কিছু কৌশলগত বিষয় থাকে, যা অধিনায়ককে দেখভাল করতে হয়। সত্যি বলতে মুম্বাইয়ে আমি যা করেছি, তাতে আমার ভূমিকা খুব কম। আমার যে দল ছিল, সেটা দুর্দান্ত ছিল।’
তবে অধিনায়ককে মাঠে অনেক সিদ্ধান্ত নিতে হয়। কখন কাকে দিয়ে বল করাবেন আর কখন কে ব্যাট করবে তা অধিনায়ককেই নিশ্চিত করতে হয় জানিয়ে রোহিত বলেন, ‘কয়েকটি সিদ্ধান্ত আমায় নিতে হয়। কাকে প্রথম ওভার দেব, কাকে শেষ ওভার দেব। প্রয়োজনে ব্যাটিং অর্ডার পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করার মতো বিষয় থাকে। এই বিষয়গুলিতে অধিনায়ক গুরু🌃ত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করেন। কিন্তু সার্বিকভাবে এটা খেলোয়াড়দের দল।’