ধানক্ষেতে খেললেও ভালো খেলা উচিত: মুমিনুল   

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৩:১৯ পিএম

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এখনো জ🌜য়হীন বাংলাদেশ। বাবর আজমদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর প্রথম টেস্টেও হেরেছে বাংলাদেশ। টেস্ট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর। এই ম্যাচে উইকেট যেমনি হোক, সেখানেই ভালো খেলতে চান বাংলাদেশ অধিনায়ক। এমনকি পেশাদার ক্রিকেটার হিসেবে ধানক্ষেতে খেলতে দিলেও ভালো খেলা উচিত বলে মনে করেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। 

ঢাকা টেস্টের আগে সংবাদ সম্মে💞লনে মুমিনুল হক বলেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে উইকেট কিংবা এগুলো নিয়ে 🐬অজুহাত দেওয়া কাম্য নয়। এটাতে আমি নিজেও একমত নই। যদি ধানক্ষেতেও খেলতে দেওয়া হয়, পেশাদার খেলোয়াড় হিসেবে সেখানেও আপনাকে ভালো খেলতে হবে। আমার মনে হয় এসব নিয়ে অজুহাত না দিয়ে জেতার জন্য আরেকটু পেশাদারত্ব দেখালেই ভালো হয়।’

বিশ্বকাপের আগে ঘরের মাঠে টানা দুই 🎃সিরিজ জয়। এরপর থেকেই জয়ের দেখা পাচ্ছে না বাংলাদেশ। এমনকি কোনো কন্ড♊িশনেই ভালো করতে পারছে না ব্যাটাররা। তাহলে ধারাবাহিক ব্যর্থতার কারণ কি পেশাদারত্বের অভাব?

এমন প্রশ্নের জবাবে মুমিনুল হক আরও বলেন, ‘আমার তেমন মনে হয় না। পেশাদারত্বের বিষয়টা তো কেবল উইকেট নয়, অন্য সবকিছু মিলেই কিন্তু পেশাদারত্ব। নিয়মানুবর্তিতার বিষয় আছে, ভালোমতো অনুশীলন করা, নিয়মমাফিক♏ কাজ করা,ꦕ প্রতিপক্ষের শক্তি এবং দুর্বলতার জায়গা বুঝে অনুশীলন করা, এগুলো সবই কিন্তু পেশাদারত্বের ভেতরেই থাকে। তাই আমার মনে হয়, আপনি যেমন বলছেন, ও রকম কিছুই নয়। সবাই পেশাদারত্ব দেখাচ্ছে, কেউ হয়তো সফল হচ্ছে, কেউ হচ্ছে না।’

আরও সংবাদ