টাকার লোভেই হায়দরাবাদ ছেড়েছেন রশিদ 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৯:৫৩ পিএম

কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আর খেলবেন না আফগান স্পিনার রশিদ খান। কিন্তু কেন খেলবেন না তা নিয়ে কথা বলেননি কেউ। এবার রশিদের না খেলার কারণ জানালেন হায়দরাবাদের প্রধান নির্বাহী কে শাম্মি। অন্য দলে বেশী টাকা পাওয়ার কারণেই নাকি হায়দরাবাদে খেলবেন না 🌄রশিদ খান, এমন কথাই জানিয়েছেন কে শাম্মি। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) সানরাইজার্সের পক্ষ থেকে জান🔯ানো হয়, আগামী তিন মৌসুমের জন্য কেন উইলিয়ামসন (১৪ কোটি টাকা), আবদুল সামাদ (চার কোটি টাকা) এবং উমরান মালিক🐟কে (চার কোটি টাকা) দলে রাখা হচ্ছে। 

এই তিন জনকে রাখা হলেও রশিদ খানের মত🦋ো বিশ্বসেরা স্পিনারকে কেন রাখা হলো না, তা নিয়ে প্রশ্ন উঠে। স্টার স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে হায়দরাবাদের প্রধান নির্বাহী কে শাম্মি বলেন, "রশিদকে না রাখাটা কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু যদি কোনও খেলোয়াড় টাকার কারণে নিজেকে নিলামে তুলতে চান, তাহলে আমরা অবশ্যই তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমি চেষ্টা করব এবং দেখব যে নিলামে সঠিক দামে তাকে নেওয়া যায় কিনা।’ 

এরই মধ্যে সানরাইজার্সকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন রশিদ খান। টুইটারে তিনি লিখেন, ‘সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে দুর্দান্ত সফরের সাক্ষী ছিলাম। আমাকে সমর্থন, ভালোবাসা এবং বিশ্বাসের জন্য আ🐟পনাদের ধন্যবাদ। আর অরেঞ্জ আর্মি, আপনারা শক্তির স্তম্ভ ছিলেন। এরকম দুর্দান্ত সমর্থকদের জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।’

সান🗹রাইজার্💮সের হয়ে ৭৬ ম্যাচ খেলেছেন রশিদ খান। ৬.৩৩ ইকোনমি রেটে ৯৩ উইকেট শিকার করেছেন তিনি।

আরও সংবাদ