সাকিব-মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা-রাজস্থান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৩:০০ পিএম
ছবিঃ সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল হারালেন বাংলাদেশের দুই তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স আর মোস্তাজিককে ছেড়ে দিয়েছেন💯 রাজস্থান রয়্যালস। ফলে আইপিএলের আসন্ন মৌসুমে অনিশ্চিত হয়ে গেল সাকিব-মোস্তাফিজ। 

সাকিব-মোস্তাফিজ ছাড়াও অনেক তারকা খেলোয়াড়কেও ছেড়ে দিয়েছে দলগুলো। এছাড়া আগামী আইপিএলের জন্য ধরে রাখা খেল🙈োয়াড়দের তালিকা ও তাদের বেতন প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজি গুলো। 

বিদেশী খেলোয়াড়ের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার, সুনীল ন🍒ারাইন, আন্দ্রে রাসেলদের ধরে রেখেছে দল। এছাড়া ফাফ ডু প্লেসি, ডুইন ব্রাভো, স্যাম কারানদের ছেড়ে দিয়েছে দল।

ধরে রাখা খেলোয়াড়েরা হলেন- 

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু 
ব༒িরাট কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি) ও মোহাম্মদ সিরাজ (৭ কোটি)

কলকাতা নাইট রাইডার্স 
আন্দ্রে রাসেল (১২ কোটি), ভেংকটেশ আয়ার (৮ কোটি), বরুণ চক্রবর্তী 🐲(৮ কোটি) ও সুনিল নারিন (৬ কোটি)

মুম্বাই ইন্ডিয়ান্স 
রোহিত শর্মা (১৬ কোটি), জাসপ্রিত বুমরাহ (♛১২ কোটি), সূর্যকুমার ♛যাদব (৮ কোটি) ও ক্রুনাল পান্ডিয়া (৬ কোটি)

পাঞ্জাব কিংস 
মায়াঙ্ক আগারওয়াল (১২🐽 কোটি) ও আর্শদ্বীপ সিং (৪ কোটি)

দিল্লি ক্যাপিটালস 
রিশাভ পান্ত (১৬ কোটি), অক্ষর প্যাটেল (৯ কোটি), পৃথ্বি শ্ব (৭.৫ꦓ কোটি) ও এনরিখ নর্তজে (৬.৫ কোটি)

চেন্নাই সুপার কিংস 
রবীন্দ্র জাদেজা (𒈔১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মঈন আলি (৮ কোটি) ও রুতুরাজ গাইকদ(৬ কোটি)

সানরাইজার্স হায়দরাবাদ 
কেইন উইলিয়ামসন (১৪ কোটি), আবদুল সামাদ (৪ কোটি) ও꧟ উমর🍸ান মালিক (৪ কোটি)

রাজস্থান রয়্যালস 
সাঞ্জু ♊স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি) ও যশবি জাসওয়াল (৪ কোটি)

আরও সংবাদ