আফগানিস্তান ছাড়ছেন ক্লুজনার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০৩:০০ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির দুই সহযোগী দেশকে হারিয়ে দারুণ শুরু করেছিল আফগানিস্তান। কিন্তু পরের তিন ম্যাচে ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন ফিকে হয়ে যায় আফগানদের। এবার রশিদ খানদের কোচিংয়ের দায়িত্ব ছাড়ছেন লান্স ক্লুজনার। কারণ হিসেবে🥂 বলেছেন আফগানিস্তানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্ꦦরহী নন তিনি। 

২০১৯ সালের বিশ্বকাপের পর ফিল সিমন্সের থেকে আফগানদের দায়িত্ব নিয়েছিলেন ক্লুজনার। ক্লুজনারের অধীনে আফগান দল ভালোই খেলেছে। ক্লুজনারের অধীনে রশিদ খানরা একটি টেস্ট, তিনটি💮 ওয়ানডে এবং নয়টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে।

আফগান দলের সঙ্গে ক্লুজনারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২১𝔍 সালের ৩১ ডিসেম্বর। এরপর আর নতুন চুক্তিতে যেতে আগ্রহী নন এই দক্ষিণ আফ্রিকান। 

২৯ নভেম্বর (সোমবার) সাংবাদিক সম্মেলনে ক্লুজনার বলেন, “দুই বছরের বেশ🀅ি এই দলে কাটিয়েছি। এখান থেকে আমি অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে যাচ্ছি। আফগানিস্তান ক্রিকেটের কোচিং ছেড়ে দিয়ে আমার ক্যারিয়ার পরবর্তী ধাপ এবং তার সঙ্গে যে নানাবিধ সুযোগ আসবে, তার জন্য মুখিয়ে রয়েছি।”

আরও সংবাদ