বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ডায়েটের জন্য নির্দিষ্ট তালিকা প্রকাশ করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড, কয়েকদ𝄹িন ধরে এমন আলোচনাই শোনা যাচ্ছিল। কয়েকটি প্রতিবেদন থেকে আরও জানা যায় এই বিশেষ ডায়েটে গরু বা শূকরের মাংস খেতে পারবেন না ক্রিকেটাররা। এমন কথা উড়িয়ে দিয়েছেন বিসিসিআইয়ের এক প্রতিনিধি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ট্রেজারার অরুন ধুমাল দেশটির সংবাদ সংস্থা আইএএনএসকে জানান, খেলোয়াড়দের খাও🐼য়া দাওয়ার ক্ষেত্রে কোন বিধিনিষꦕেধ নেই। যার যেটা ইচ্ছা সে সেটাই খেতে পারবে।
খেলোয়াড়দের খাওয়া দাওয়া নিয়ে অরুন ধ🃏ুমাল বলেন, ‘কী খাওয়া যাবে বা যাবে না, তা নিয়ে খেলোয়াড়দের কোনো নির্দেশনা দেয়া হয়নি। গুঞ্জনগুলো ভিত্তিহীন। এ ধরনের ডায়েটের কোনো পরিকল্পনা আলোচনায় আসেনি এবং বাস্তবায়ন করꦦার প্রশ্নই আসে না।’
অরুন ধুমাল আরও বলেন, ‘বোর্ড কখনও কাউকে বলে না কী খেতে হবে বা কোনটা খাওয়া যাবে না। তারা নিজেদের♐ পছন্দ মতো খেতে পারবেন।’