কানপুরে চলছে ভারত ও নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে মাঠে লড়ছে ভারত ও নিউজিল্যান্ড কিন্তু গ্যালারীতে থাকা দশর্কেরা স্লোগান দিচ্ছিল পাকিস্তানের নামে। সামাজিক যোগাযোগ মাধ্🀅যেমে ভাইরাল হয়েছে স্লোগানের সেই ভিডিও। পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ বলে বারবার স্লোগান দিচ্ছিল ভারতীয় সমর্থকেরা।
কানপুর টেস্টের প্রথম দিনের ষষ্ঠ ওভারে বল করছিলেন কিউই পেসার কাইল জেমিসন। সে সময় স্ট্রাইকে ছিলেন শুভমন গিল। ভাইরাল ভিডিওতে শোনা গিয়েছে, সপ্তম ওভারের তৃতীয় বল করার আগে গ্যালারি থেকে 'পাকিস্তান মুর্দাবাদ', 'পাকিস্তান মুর্দাবাদ' স্লোগান ওঠে। বেশ জোরশুরেই স্লোগান ওঠে। আর তা চলতে থাকে বেশ কিছুক্ষণ।
সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় রীতিমতো চটেছেন পাকিস্তানি ভক্তরা। এক পাকিস্তান বলেন, 'এটা বড্ড বাড়াবাড়ি। পাকিস্তানকে অপমান করে লাগাতার শব্দ বলছেন ভারতীয়রা। দুই পক্ষেই বিষয়টা সামাজিক মাধ্যেমে রেখে দেওয়া উচিত। পুরো বিশ্বের সামনে ক্রিকেটের মাঠে এটা করা মোটেও গ্রহণযোগ্য নয়।'
তবে শুধু পাকিস্তানিরা নয়, অনেক ভারতীয় নেটিজেনও সেই স্লোগানের নিন্দা করেছেন। একজন বলেন, 'যারা পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিচ্ছিলেন, তাদের স্টেডিয়াম থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। যেমন বর্ণবিদ্বেষী স্লোগানের জন্য অস্ট্রেলিয়ায় করা হয়েছিল। ওরা ভারতের ভাবমূর্তি খারাপ করছেন। পুরো বিশ্ব এই ম্যাচ দেখছে।'
অনেকে আবার 'পাকিস্তান মুর্দাবাদ', 'পাকিস্তান মুর্দাবাদ' স্লোগানের সমর্থনেও মুখ খুলেছেন। তেমনই একজন লিখেছেন, 'পাকিস্তানি মুর্দাবাদ স্লোগান নিয়ে পাকিস্তানের লোকজন স্পোর্টসম্যানশিপের জ্ঞান দিচ্ছেন। অথচ দিনকয়েক আগে তারা নিউজিল্যান্ডের খেলোয়াড়দের সামনে নিরাপত্তা, নিরাপত্তা বলছিলেন।'