মোস্তাফিজের পায়ে লুটিয়ে পড়লেন ভক্ত 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৬:৪২ পিএম

ক্রীড়াক্ষেত্রে ভক্তরা নিজেদের প্রিয় খেলোয়াড়ের জন্য কত কিছুই না করেন। মাঠে ঢুকে প্রিয় তারকার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকেন অনেকে। এবার এমনই কান্ড ঘটেছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে। খ♉েলা চলাকালে মাঠে ঢুকে কাটার মাষ্টার মোস্তাফিজের পায়ে লুটিয়ে পড়েছেন এক ভক্ত। 

করোনার পর চ🅺লতি সিরিজ দিয়েই দর্শক ফিরেছে মাঠে। পাকিস্তানের বিপক্ষ🌳ে ম্যাচের দ্বিতীয় ইনিংসে গ্যালারির সীমানা প্রাচীর টপকে মাঠে প্রবেশ করেন এক ভক্ত।

মাঠে ঢুকেই তিনি ছুটে যান পেসার মোস্তা🍌ফিজুর রহমানের দিকে। আম্পায়ার ও খেলোয়াড়রা তাকে বারবার মাঠ থেকে বের হয়ে যাওয়ার জন্য বলছিলেন। নিরাপত্তাকর্মীরা তাকে মা♎ঠ থেকে বের করার আগে মুস্তাফিজের পায়ে চুমু খান ঐ ভক্ত।

এমন ঘটনায় নিরাপত্তাকর্মীরা আটক করেছে সেই ভক্তকে। মিরপুর থানায় নিয়ে তার জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি একজন স্কুল শিক্ষার💮্থী। যদিও কোন স্কুলের শিক্ষার্থী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিজেকে পরিচয় দিয়েছেন মোস্তাফিজের একজন ভক্ত হিসেবে।

আরও সংবাদ