রোববার রাতে ওয়েস্ট ইন্ডিজেౠর বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডেতে ফিফটি পেয়েছেন বাংলাদেশের নির্ভরযোগ্য ও অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৪ বলে ৫০ করে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা পূর্ণ করলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।
মাঠে নামার আগে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ছক্কা সংখ্যা ছিল ১৯৭টি। সিরিজের প্রথম 🌼ওয়ানডেতে সমান তিনটি করে চার ও ছক্কা মেরেছেন এই অভিজ্ঞ ব্যাটার।
সবোর্চ্চ ছক্কার রেক꧙র্ডটি আগে ছিল তামিম ইকবালের। ১৮৮টি ছক্কার মালিক এই ওপেনার। তামিম খেলেছেন ৪৪৮ ইনিংস। আর ৪৩০ ইনিংসে এই ২০০ ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ।
টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশে൩র সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখনও তামিমেরই। টেস্টে তার ছক্কা ৪১টি, ওয়ানডেতে ১০৩টি। মাহমুদউল্লাহর ছক্কা এই দুই সংস্করণে ২৪ ও ৯৯টি💮। তবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৭৭ ছক্কায় অনেকটা এগিয়ে গেছেন তিনি।
তিন সংস্করণ মিলিয়ে এই দুজনের পর সবচেয়ে বেশি ছক্কা মুশফিকুর রহিমের। ৫২১ ইনিংস🐻 খেলে তিনি ছক্কা মেরেছেন ১৭৩টি। ৪৯১ ইনিংসে ১৩৫ টি সাকিব আল হাসানের। ১১৯ ছক্কা মেরে রেকর্ডের পাঁচে লিটন কুমার দাস।