ওয়ানডে সিরিজ

৩ বল বাকি থাকতে ৩ উইকেটে প্রোটিয়াদের হারাল পাকিস্তান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৪:০৮ এএম
সেঞ্চুরির পর সাইমকে জড়িয়ে সালমানের উল্লাস। সংগৃহীত

তিন ম্য﷽াচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে হেরে গেলেও ওয়ানডে সিরিজে অন্যরকম ছিল ১৯৯২ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান দল। 

পার্লের বোল্যান্ড পার্ক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩ বল বাকি থাকতে ৩ উইকেটে হারিয়ে🅠 দেয় পাকিস্তান। টস জয়ী প্রোটিয়াদের ৯ উইকেটে ২৩৯ রানের সাদামাটা ইনিংসের জবাবে পাকিস্তান হারতে হারতে নাটকীয়ভাবে জিতে যায়। ৪৯.৩ ওভারে ৭ উইকেটে 𝕴২৪২ রান করে সফরকারীরা। 

পাকিস্তানের সালমান আগা চমৎকার অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন। বল হাতে ৩২ রানে ৪ উইকেট লাভের পর অপরাজিত ৮২ রাꦅন ক💎রেন তিনি। 

দক্ষিণ আফ্রিকার ইনিংসে   হেনরিখ ক্লাসেন ৮৬ রান করেন। আর রিকলটেন ৩৬, টনি ডি জর্জি ৩৩, অꦫধিনায়ক এইডেন মার্করাম ৩৫ রান করেন। 

পাকিস্তানের ইনিংসে সাইম আ🌠ইয়ুব ১০৯ রানের দারুণ এক ইনিংস খেলেন ১১৯ বলে ১০টি চার ও ৩টি ছক্কায়। সালমান ৯০ বলে ৪টি চার 💙ও ২টি ছক্কায় ৮২ রান করেন। সাবেক অধিনায়ক বাবর আজম ২৩ রান করেন। 

দক্෴ষিণ আফ্রিকার রাবাদা ও বার্টম্যান ২টি কꦇরে উইকেট লাভ করেন। 

বৃহস্পতিবার কেপটাউনে দ্বিতীয় ও রোববা𝓀র জোহানসবার্গে তৃতীয় আর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর পর তারা খেলবে দুই টেস্টের সিরিজ।