চলমান ব্রিসবান টেস্টে ব্যাটে-বলে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। বৃষ্টির জেরে টেস্টের একটা বড় সময় খেলা বন্ধ না থ♓াকলে হয়তো জেতার কাছেও পৌঁছে যেত তারা। তার মাঝেই ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। ব্রিসবান টেস্টের মাঝে চোট পেয়েছেন জশ হ্যাজেলউড। এই টেস্টের শেষ দিনে খেলতে পারবেন না তিনি। ভারতের বিরুদ্ধে সিরিজের বাকি দুই টেস্টেও অনিশ্চিত তিনি।
ব্রিসবানে চতুর্থ দিন খেলা শুরু হওয়ার আগে অꦐনুশীলনের সময় পায়ের পেশিতে চোট পান হ্যাজেলউড। এই চোটের কারণেই অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। চোট সারিয়ে তৃতীয় টেস্টে নেমেছিলেন হ্যাজেলউড। চতুর্থ দিন খেলা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর নামেন তিনি। কয়েক ওভার বল করেন তিনি। কিন্তু তার বলের গতি অনেকটাই কমে গিয়েছিল।
পানিপানের বিরতির সময় দেখা যায়, অধিনায়ক প্যাট কামিনౠ্স, স্টিভ স্মিথ ও ফিজিও নিক জোনসের সঙ্গে কথা বলছেন হ্যাজেলউড। সাজঘরে বসে থাকা অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেও সেদিকে তাকিয়ে থাকতে দেখা যায়। তার পরই মাঠ ছাড়েন হ্যাজেলউড। চতুর্থ দিন আর নামেননি তিনি।
চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া শিবির জানিয়ে দেয়, এই টেস্টে আর খেলবেন না হ্যাজেলউড। অর্থাৎ, দ্বিতীয় বার ভারত ব্যাট করতে নামলে একজন কম পেসার নিয়ে খেলতে হবে কামিন্সদের। অল্প সময়ে দু’বার চোট পাওয়ায় সিরিজের বাকি দুই🐠 টেস্টেও হ্যাজেলউডের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
অ্যাডিলেডে হ্যাজেলউড খেলতে না পারায় অস্ট্রেলিয়ার প্রথম একাদশে খেলেছিলেন স্কট বোলান্ড। পরের দুই টেস্টে হ্যাজেলউড না খেললে আবার সেই বোলান্ডকেই হয়তো দেখা যাবে। তবে হ্যাজেলউডের রেকর্ড ভারতের বিরুদ😼্ধে বেশ ভাল। তিনি না থাকলে কিছুটা হলেও দুর্বল হবে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ।