পার্থে প্রথম টেস্টে ভারত ২৯৫ রানে এবং অ্যাডিলেডে দ্ব𝐆িতীয় টেস্টে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়লাভ করে। ফলে ব্রিসবেনে তৃতীয় টেস্ট ছিল দুই দলের কাছে এগিয়ে যাওয়ার লড়াই। কিন্তু বৃষ্টি কোনো দলকেই এগিয়ে যেতে দিল না।🐬
এই টেস্টের সবগুলো দিনই কেটেছে বৃষ্টির মধ্যে। বুধবার শেষ দিনেও ম্যাচে প্রবল বাধার সৃষ্টি করে বৃষ্টি। যে কারণে বের হতে পারেনি ম্যাচের ফলাফল। অস্টဣ্রেলিয়ার জয়ের সম্ভাবনায় থাকা ম্যাচ শেষ পর্যন্ত নিষ্প্রাণ ড্র হয়েছে।
বক্সিং ডে টেস্ট শুরু হবে মেলবোর্নে ২৬ ডিসেম্বর। পঞ্চম ও শেষ টেস্ট ৩ জানুয়ারি সিডনিতে মাঠে গড়াবে। এখন এই দুই টেস্টেꩲর ওপর সিরিজের ভাগ্য নির্ভর করছে।
বুধবার ব্রিসবানের গাব্বা স্টেডিয়ামে ৯ উইকেটে ২৫২ রানে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। দলীয় ৮ রান যোগ করতেই আউট হন আকাশ দিপ। ৪৪ বলে ৩১ রান করে ট্রাভিস হে🔯ডের বলে অ্যালেক্স কেরের হাতে ধরা পড়েন তিনি। ২৬০ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস।
১৮৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। দাপুটে বোলিং করে ভারত। ৮৫ রানেই অস্ট্রেলিয়ার ৭ উইকেট তুলে নেন জশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজরা। ৮৯ রানেই ইনিংস ঘোষণা করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কা🐬মিন্স। এতে ২৭৫ রানের লক্ষ্য পায় ভারত।
লক্ষ্য তাড়া করতে বৃষ্টির কারণে লাঞ্চের আগে মাঠে নামতে পারেনি ভারত। মধ্যাহ্নবিরতির পর ভারতের দুই ওপেনার জসশ্বী জসওয়াল ও লোকেশ রাহুল মাঠে নামলেও মাꦏত্🍬র ২.১ ওভার খেলে তোলেন ৮ রান। এরপর আবার বৃষ্টি শুরু হয়।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার নাথান ম্যাকসুইনি ৪, উসমান খাজা ৮, মারনাস লাবুশেন ১ ও মিচেল মার্শ ২ রান করেন। টেকেননি স্টিভ স্মিথও (৪), মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে রিশ🍃ভ পান্তের হাতে ক্যাচ হন তিনি। ১৯ বলে ১৭ রান করেন হেড।
১০ বলে ২২ রান করেন প্যাট কামিন্স। ইনিংস ঘোষণার সময় ১৯ রানে অপরাজিত ছিলেন অ্যালেক্স কেরে। তার সঙ্♋গে ২ রান নিয়ে খেলছিলেন মিচেল 🅘স্টার্ক।
এর আগে প্রথম ইনিংসে ৪৪৫ রান কඣরেছিল অস্ট্রেলিয়া। ভারত করে ২৬০ 🔯রান।