ইসলাম ধর্ম গ্রহণ করতে চান রোনালদো, জানালেন সতীর্থ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৭:০৫ পিএম
মাঠের বাইরে আব্দুল্লাহ ও রোনালদো। ছবি : সংগৃহীত

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। এমনটাই ইঙ্গিত 💫দিয়েছেন সৌদি আরব জাতীয় দল এবং আল নাসর ক্লাবের সাবেক গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহ।

ইসলাম ধর্মের অনুশীলন এবং সৌদি আরবের সংস্কৃতির সঙ্গে রোনালদোর খাপ খাইয়ে নেওয়ার কথা উল্লেখ করে একটি টিভি শোতে বক্তব্য প্রদানকালে আবদুল্লাহ দাবি করেন তার ইসলাম ধর্মে 🔴দিক্ষিত হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে চলা গুজবটি সত্য।  

আল নাসরের হয়ে মাঠে আব্দুল্লাহ ও রোনালদো। ছবি : সংগৃহীত

আব্দুল্লাহ বলেন, ‘রোনালদো সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করতে চায়। আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি এবং সে আগ্রহ প্রকাশ করেছে। গোল﷽ করার পর তিনি মাঠে সেজদা করেছেন এবং সবসময় খেলোয়াড়দের প্রার্থনা করতে ও ইসলামিক রীতি অনুসরণ করতে উৎসাহিত করেন।’

সৌদি জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আব্দুল্লাহ🌜 আরও বলেন, ‘রোনালদো দলের অনুশীলনের সময় আযান শুরু হওয়ার সাথে সাথে কোচকে প্রশিক্ষণ সেশনটিতে বিরতি দিতে বলেন।’

আব্দুল্লাহ বলেন, ‘শুরুতে আমি ক্রিশ্চিয়ানোর কাছাকাছি ছিলাম কারণ তিনি দেশের সংস্কৃতি, ক্লাব বা অন্যান্য দিকগুলোর সাথে পরিচিত ছিলেন না। তিনি কৌতূহলﷺী ছিলেন এবং ꦯপ্রায়শই আমাকে নির্দিষ্ট কিছু বিষয়ে প্রশ্ন করতেন।’

আব্দুল্লাহ উল্লেখ করেন, ‘গত বছরের মে মাসে আল নাসরের হয়ে গোল করার পর ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে সিজদা করেছিলেন। তখন দলের সমস্ত খেলোযꦉ়াড় একজোট হয়ে🏅 ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে উঠে।’

সাবেক গোলরক্ষক আব্দুল্লাহ বলেন, ‘রোনালদোর নম্রতা, একজন খেলোয়াড় হিসাবে তার শৃঙ্খলা এবং প্রত🐠িশ্রুতি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে।’

তথ্য সূত্র: জিও সুপার টিভি