এ পর্যন্ত সাত বার নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে এবং দুই বার রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া। আর ভারত ﷺমাত্র দুই বার রানার্সআপ হতে পেরেছে। ফলে বোঝাই যায়, কাদের শক্তি কতটা।
বিশ্ব নারী ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দল সেই অস্ট্রেলিয়ার কাছে বৃহস্পতিবার ভারতীয় দল ৫ উইকেটে হেরে গেছে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে। কোনো প্রকার ছন্দেই দেখা গেল🌃 না ভারতীয় দলকে।
ভারতের দুই ওপেনার ব্যর্থ হলেন। স্মৃতি মন্ধনার বছরের মাঝামাঝি পর্যন্ত সময়টা ভালো গেলেও এশিয়া ꦍকাপ থেকে ফর্ম একদম তলানিতে চ🧸লে এসেছে।
স্মৃতি মন্ধনা করলেন মাত্র ৩ রান, আরেক ওপেনার প্রিয়া পুনিয়া করলেন ৮ রান। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান করেন জেমিমা রদ্রিগেজ। এই রান দেখেই বোঝা যাচ্ছে ভারতীয় দল অজি বোলারদের সামনে ঠিক 𝄹কতটা বিধ্বস্ত হয়েছে ব্রিসবেনের মাটিতে।
প্রথম ওয়ানডে ম্যাচে মাত্র ৩৪.২ ওভারেই অলআউট হয়ে যায় ভারতীয় দল। ওপেনাররা একদম ব্যর্থ হন। পাশাপাশি মিডল অর্ডারও ব্যর্থ হয়। ভারতের অধিনায়ক হরমনপ্রীতꩵ কৌর করলেন ৩১ 𒐪বলে ১৭ রান। আরেক মিডল অর্ডার ব্যাটার হার্লিন দিওল করলেন ৩৪ বলে ১৯ রান। জেমিমা রদ্রিগেজ এই ম্যাচে ব্যাটিং অর্ডারে কিছুটা পিছনের দিকে এসেছিলেন।
পাঁচ নম্বরে ব্যাটিং করতে এ꧅সে জেমিমা রদ্রিগেজ করলেন ৪২ বলে ২৩ রান, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। রিচা ঘোষ করলেন ৩৫ বলে ১৪ রান।
একাই ভারতীয় ইনিংসে ধস নামান মেগান স্কোট। ৬.২ ওভারে ১টি মেডেনসহ🐽 মাত্র ১৯ 🙈রান দিয়ে ৫টি উইকেট তার দখলে। ম্যাচসেরাও হন মেগান।
জবাবে ব্যাট করতে নেমে এই✃ রান তুলতে একটু অবশ্য অসুবিধায় পড়𝔉তেই হল অজিদের। কারণ শুরুটা তাদের ওপেনাররা ভালো করলেও ভারতীয় বোলাররাও পাল্টা আঘাত করেন। ১০২ রান তুলতেই তাদের পাঁচ উইকেট ফেলে দেন ভারতীয়রা।
ওপেনার লিচফ𓂃িল্ড ২৯ বলে ৩৫, আরে𓄧ক ওপেনার জর্জিয়া ভোল ৪২ বলে ২৬ রান করলেন। তবে ৪২ বলে অপরাজিত ৪৬ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জর্জিয়া ভোল।
ভারতের 𒁏রেনুকা সিং ꦛনেন ৩টি উইকেট। প্রিয়া মিশ্রা নেন ২টি উইকেট।