সফররত পাকিস্তানের বিপক্ষে ১-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ 🍃হেরেছে জিম্বাবুয়ে আগেই। একই ব্যবধানে তারা হেরেছে টি-ট♔োয়েন্টি সিরিজ। তবে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শেষ ম্যাচে তারা ২ উইকেটে নাটকীয়ভাবে পাকিস্তানকে হারিয়েছে।
মাত্র ১ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় স্বাগতিক দলের। পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান করে। জবাবে জিম্বাবুয়ে ১৯.৫ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান করে। পাকিস্তানের হয়ে অধিনায়ক সালমান🌃 আগা ৩২ রান কর🍬েন।
জিম্বাবুয়ের মুজারাবানি ২টি উইকেট লাভ করেম। জিম্বাবুয়ে ব্রায়ন বেনেট ৪৫ ও অধিনায়ক সিকান্দার রাজা🐈 ১৯ রান করেন। তবে মুসাফা মাত্র ৪ বলে ১টি করে চার ও ছক্কায় অপরাজিত ১২ রান করে দলের নাটকীয় জয় নিশ্চিত করেন।
পাকিস্তানে🐎র আব্বাস আফ্রিদি ৩টি উইকেট পান। ম্যাচসেরা হনꦏ বেনেট।