ওয়ানডে সিরিজ

রাতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজের মুখোমুখি টাইগাররা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ১১:৫০ এএম
ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়ক শাই হোপ ও মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

২০২২ সালে শেষ বারের মতো সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ ৩-০ ব্যবধানে। মাত্র আড়াই বছর ♑আগে দু’দলের শেষ মুখোমুখি হওয়া ছিল সেটাই। এই দিক দিয়ে বাংলাদেশ অবশ্যই এগ💟িয়ে রয়েছে।

এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ ১-১ ম্যাচে ড্র করেছে। এবার ওয়ানডে সিরিজের পালা।  তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াই শুরু রোববার। সেন্ট কিটসের ওয়ার্নারౠ পার্কে রাত সাড়ে ৭টায় খেলা শুরু হবে।

এখন প♛র্যন্ত অবশ♐্য দুই দলের মুখোমুখি লড়াইয়ে কেউ এগিয়ে নেই। ৪৪ ম্যাচে উভয় দলই ২১টি করে ম্যাচ জিতেছে। বাকি তিনটি ম্যাচের ফলাফল হয়নি।

এবার প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টে দারুণ এক✨ জয়ের চমৎকার স্মৃতি সঙ্গী এই দলের। মে🦩হেদী হাসান মিরাজদের তাই আরও উজ্জীবিত থাকার কথা।

টেস্টে যেমনই হোক, ওয়ানডেতে দুই দলের লড়াইয়ের বাস্তবতা অনেক দিন ধরেই এরকম। ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে এবার 🙈তাই টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।

র‌্যাঙ্কি♔ংয়েও মিরাজরা এগিয়ে൲। ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে বাংলাদেশ, ১২ পয়েন্ট কম নিয়ে দশে ওয়েস্ট ইন্ডিজ।

মিরাজ অবশ্য দলের ভারপ্রাপ্ত অধিনায়ক। নিয়মিত অধিনায়ক নাজমুল হাসান শান্ত সফরে যেতে পারেননি চোটেরജ কারণে। তবে নেতৃত্বের কাজটা যে মিরাজ খারাপ পারেন না, সেটির প্রমাণ তো টেস্ট ম্যাচের জয়ই।

চোটের কারণে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ তাওহিদ হৃদয়ের না থাকাও। ব্যাটিং ল🥂াইন আপের সামনে তাই অপেক্ষায় বড় চ্যালেঞ্জ। দেশের রাজনৈতিক পালাবদলের কারণে সৃষ্ট বাস্তবতার কারণে সাকিব আল হাসানের অনুপস্থিতি😼 তো আছেই।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ অবশ্য আত্মবিশ্বাসী। সবশেষ সিরিজে গত মাসে ইংল্যা🔯ন্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছেন তারা। জয় পাওয়🥀া দুই ম্যাচে ইংলিশদের স্রেফ উড়িয়ে দিয়েছেন তারা।

সিরিজের পরের দুই ম্যাচ মঙ্গলবার ও বৃহস্পতিবার।