‘যে যায় লঙ্কায় সে হয় রাবন’- এই কথাটি তাদের জন্যই খাটে যারা উচ্চ স্থানে জায়গা পেলে নিজের আগের অবস্থান ভুলে যান এবং ꦚএলোপাথারি মন্তব্য করতে থাকেন। তেমনই একজন নাজমুল আবেদিন ফাহিম। সকলেই জানেন, তিনি সাকিব আল হাসানের গুরু এবং কারো কারো মতে ক্💛রিকেট বিশ্লেষক।
আফগানিস্তানের ৮ জন, শ্রীলঙ্কার ৫ জন, এমনকি জিম্বাবুয়েরও ১ জন দল পেয়েছেন এবারের আইপিএলে। বাংলাদেশের ১২ জন নিলামে থাকার পরও একজনের জয়েগা হলো না আইপিএলের কোনো দলে। এটা একজন শিশু ক্রিক🦂েটানুরাগীও বোঝেন, বোঝেন না শুধু নাজমুল ফাহিম। আইপিএলকে বিতর্কের হাত থেকে বাঁচাতে গিয়ে তিনি বাংলাদেশের খেলোয়াড়দের নীচে নামিয়েছেন। আজব ব্যাখ্যা দিয়েছেন সাকিবদের দল না পাওয়ার।
নাজমুল ফাহিম জানেন, বাংলাদেশের যারা ছিলেন মেগা নিলামের তালিকায়, তাদের মধ্যে কমপক্ষে ৫/৬ জন আইপিএলের ভালো পজিশনে খেলার যোগ্য। সাকিব বর্তমানে আবুধাবির টি-টেন ক্রিকেট আসরে খেলছেন। সেখান♓ে এ পর্যন্ত ভালোই খেলছেন। বিশেষ করে চমৎকার বোলিং করছেন সর্বকালের অন্যতম বিশ্বসেরা অলাউন্ডা🏅র সাকিব। আর আইপিএলে শিরোপাজয়ী ও অভিজ্ঞ সাকিব কী দল পেতে পারেন না? ‘কাটারমাস্টার’ মোস্তাফিজুর রহমান গত আসরেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাত্র ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে কৃতিত্ব দেখান। মোস্তাফিজকে বাদ দেওয়া তো অপরাধের মতোই। তাসকিন এখন রয়েছেন দারুণ ফর্মে। সদ্য সমাপ্ত এন্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই নিয়েছেন ৮ উইকেট। তার তো দল পাওয়া কনফার্ম ছিল। লিটন কুমার দাস বর্তমানে ওপেনার হিসেবে খুবই ভালো পজিশনে রয়েছেন। তিনি যদি আইপিএলে দল পেতেন এবং মাঠে নামার সুযোগ পেতেন হয়তো হয়ে যেতেন অন্যতম সেরা উইকেটকিপার কাম ওপেনার। লেগ স্পিনার রিশাদ হোসেনও দল পাওয়ার যোগ্য, যেখানে নাম দিলেই আফগানিস্তানের খেলোয়াড়রা দল পেয়ে যান। নাহিদ রানা দল পেলে হতে পারতেন অন্যতম সফল উইকেটটেকার। কারণ, অত্যন্ত ভালো ফর্মে রয়েছেন রানা। বাংলাদেশের এইসব প্রতিভা চোখে পড়েনি নাজমুল ফাহিমের।
বুধবার মিরপুরে বিসিবি পরিচালক জানান, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হচ্ছে। বাংলাদেশের কোন ক্রিকেটার পৃথিবী𝐆র অন্য দেশের অন্য কোন মঞ্চে যখন জায়গা পাবেন, তখন বুঝতে হবে তার অবস্থা ভালো। আর পৃথিবীর অন্য মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো না।’ তিনি কি জানেন না সাকিব এই মুহূর্তে আবুধাবি টি-টেন লিগে খেলছেন। পেসার তানজিম হাসান সাকিব এই মুহূর্তে গ্লোবাল টি-ট🍰োয়েন্টি আসরে খেলছেন এবং প্রথম ম্যাচেই ২ উইকেট নিয়ে গায়ানা দলকে জেতাতে বিশেষ ভূমিকা রাখেন। নাকি বিসিবির পরিচালক হয়ে ভুলে গেছেন আমরা কে কোথায় আছি।
তিনি বলেছেন, ‘এ𝔉ই দেশে বলি, ওই দেশে বলি, এই ফ্র্যাঞ্চাইজি বলি, জোর করে কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারবো না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে।’ তাহলে কি সাকি𓄧ব, মোস্তাফিজ, তানজিম সাকিবরা জোর করেই আইপিএল কিংবা আবাধাবি টি-টেন অথবা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন বা খেলেছেন?
আসলে নাজমুল ফাহিম হয়তো ভুলেই গেছেন সাকিব, তাসকিন, লিটন দাস, মোস্তাফিজরা বাংলাদেশি ক্রিকেট তারকা। তারা আবুধাবি টি-টেন লিগ, লঙ্কান প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, ইংলিশ কাউন্টি লিগে🙈 সহজে জায়গা পেলেও আইপিএলে তাদের সুযোগ পাওয়া খুবই কঠিন। তাই হয়তো তিনি এমন ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়দের খাটো করে𒈔।