টোকিও স্টেডিয়ামে প্রায় ৪৫ হাজার দর্শকের উপস্থিতিতে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ও বার্সেলোনা কিংবদন্তিদের মধ্যকার ‘এল ক্লাসিকো’ ম্যাচ𝔉ে ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান লিওনেল মেসির সাবেক সতীর্থ বিশ্বকাপজয়ী ফুটবলার আন্দ্রে ইনিয়েস্♌তা।
ইনিয়েস্তা ফুটবল বিশ্বের অতি পরিচিত নাম। স্পেনের বিশ্বকﷺাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। বার্সেলোনার হয়ে দীর্ঘদিন ক্লাব ফুটবলে দাপিয়ে বেরিয়ে ছিলেন ইনিয়েস্তা। লিওনেল মেসির সতীর্থ ছিলেন তিনি। দু’জনে মিলে বার্সার হয়ে একাধিক ট্রফি জিতেছেন। গত অক্টোবরেই জানিয়েছিলেন তিনি, আর ফুটবল খেলবেন না। সেই মতো তাকে বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য রোববার রাতে জাপানে একটা ফুটবল ম্যাচের আয়োজন হয়। ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ইনিয়েস্তার স্ত্রী এবং সন্তানরা। খেলা শেষে তাদের সঙ্গে ছবিও তোলেন তিনি।
নিজের শেষ ম্যাচেও চেনা ছন্দে দেখা গেল ইনিয়েস্তাকে। ম্যাচের শেষ মুহূর্তে তার বাড়ানো ক্রস থেকেই গোল করে ম্যাচ ২-১ ব্যবধানে জেতে বার্সেলোনা। ২০১৮ সালে বার্সাকে বিদায় জানানোর পর জাপানের ক্লাব ফুটবলে খে🎃লছি𒁃লেন তিনি।
ম্যাচের শেষে ইনিয়েস্তা বলেন, ‘এটা আশা করি জাপানের দর্শকদের জন্য একটি উপভোগ্য ম্যাচ ছিল। তারা যদি খেলা দেখে সন্তুষ্ট হয়ে বাড়ি ফেরে তাহলে আমি খুশিღ হবো।’
ইনিয়েস্তার সাবেক মিডফিল্ড পার্টনার জাভি হার্নান্দেজের ♏পাশাপাশি বার্সেলোনা দলে ছিলেন রিভালদো, রাফায়েল মার্কেজ ও জাভিয়ের স্যাভিওলা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ দলের হয়ে খেলেন রবার্তো কার্লস, ফ্যাবিও ক🐻্যানাভারো ও ইকার ক্যাসিলাস।
ইনিয়েস্তা বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমির থেকে উঠে আসেন এবং ১৮ বছর বয়সে প্রথম দলে অভিষেক করেন। বার্সেলোনায় থাকাকালীন তিনি ৬৭৪টি ম্যাচ খেলেছিলেন। ৯টি লা-লিগা এবং ৪টি চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট ৩২টি ট্রফি জিতেছিলেন। এরপর তিনি জাপানের ভিসেল কোবেতে চলে যান। শেষ মৌসুমটি তিন🅰ি সংযুক্ত আরব আমিরাতে কাটিয়ে ছিলেন। তবে বুট জোড়া তুলে রাখলেও তিনি ফুটবলের অংশ হয়েই থাকতে চান। তিনি বলেন, ‘আমি আমার কোচিং লাইসেন্স পাওয়ার কথা ভাবছি এবং আমি দেখতে চাই আমার ক্যারিয়ার আমাকে কোথায় নিয়ে যায়।’