অবসর গ্রহণ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন কেন উইলিয়ামসন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০২:০৩ পিএম
কেন উইলিয়ামসন। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও দেশটির টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার কেন উইলিয়ামসন এ🐠ই ফরম্যাট থেকে হয়তো দ্রুতই বিদায় নেবেন। কিন্তু কবে বিদায় নেবেন, সেটা স্পষ্ট করলেন না।  

আগামী আট🐽 মাসে আর টেস্ট ম্যাচ নেই নিউজিল্যান্ডের। উইলিয়ামসন কি দেশের হয়ে সাদা জার্সিতে আর খেলবেন না? স্পষ্ট করে জানালেন না উইলিয়ামসন। রেখে দিলেন অনিশ্চয়তা।

ইংল্যান্ডের বিরুꦗদ্ধে ৪২৩ রানের বিশাল ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। 💦যেখানে দলের দ্বিতীয় ইনিংসে ১৫৬ রানের এক দারুণ সেঞ্চুরি রয়েছে তার।

ম্যাচের পর উইলিয়ামসন🎉 অবসর গ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন কিছুটা এড়িয়ে বলেন, ‘পরের টেস্ট অনেক দূরে। আমি এখন বাকি ক্রিকেটে মনোযোগ দিতে চাই। অনেক ক্রিকেট রয়েছে আগামী দিনে। চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। সেই সবে খেলার জন্য আমি উত্তেজিত। দেখা যাক তার পর কী হয়। আমি টেস্ট ক্রিকেট ভালবাসি। তবে যা সূচি রয়েছে তাতে আগামী দিনে খুব বেশি টেস্ট নেই।’

নিউজিল্যান্ডের এর পর টেস্ট ম্যাচ রয়েছে জিম্বাবুয়ের🐟 বিরুদ্ধে। আগামী বছর জুলাই মাসে হবে সেই সিরিজ। ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতেছিল নিউজিল্যান্ড। সেই দলের অধিনায়ক ছিলেন উইলিয়ামসন। পরে যদিও তিনি নেতৃত্ব ছেড়ে দেন। নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্যই নেতৃত্ব ছেড়েছিলেন তিনি। বোর্ডের বার্ষিক চুক্তিতেও নেই উইলিয়ামসন। সই করতে চাননি তিনি।

উইলিয়ামসনের সতীর্থ টিম সাউদি অবসর ঘোষণা করেছেন। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বক🅘াপ থেকে তারা একসঙ্গে খেলছেন। এই বছর তারা দু’জনে একসঙ্গে ১০০তম টেস্ট খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সাউদির অবসরের পরেই উইলিয়ামসনের গলায় এমন অনিশ্চয়তার কথা শোনা গেল।

১০৫টি টেস্টে ৩৩টি সেꦫঞ্চুরি আর ৩৭টি হাফ সেঞ্🍷চুরির সাহায্যে ৫৪.৮৮ গড়ে উইলিয়ামসন করেছেন ৯২৭৬ রান।