বাংলাদেশ পুরুষরা মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ২০১ রানের লজ্জাজনকভাবে পরাজিত হয়ে দুই ম্যাচের সিরিজে পিছিয়ে গেল। তার ঠিক পরদিন বুধবার বাংলাদেশ নারী দল অসাধারণ ব্যাটিং নৈপূণ্য দেখিয়ে ১৫৪ রানের বিশাল ব্যবধানে সফরক𝓰ারী আয়ারল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল।
এটা বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ ব্যবধানে জয়। বাংলাদেশ এরআগে ১১৯ রানে হার♋িয়েছিল 🐻দক্ষিণ আফ্রিকাকে।
ওয়ানডে বিশ্বকাপে চোখ রেখে ঘরের মাঠে আইরিশদের মুখোমুখি হ꧒য় বাংলাদেশ।
ফারজানা হকের পর দ্বিতীয় বাং🐭লাদেশি নাꦅরী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন ম্যাচসেরা শারমিন সুপ্তা। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারলে বাংলাদেশের হয়ে দ্রুততম হান্ড্রেডের মালিক হতে পারতেন। তবে শেষ পর্যন্ত নার্ভাস নাইনটিজে কাটা পড়েছেন।
এই ব্যাটারের ৮৯ বলে ১৪টি চারে ৯৬ রানের দুর্♏দান্ত ইনিংসে ভর করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটা ঠিকই পেয়েছে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ২৫০ রান করে🦋ছিল বাংলাদেশের মেয়েরা। জবাবে আইরিশরা ২৮.৫ ওভারে মাত্র ৯৮ রানে অলআউট হয়ে যায়। ৩০ নভেম্বর ও ৬ ডিসেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৫৩ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়♕নি। আইরিশদের। দলের ১০ রান হতেই গ্যাবি লুইস (৫) আউট হন। একই সময়ে শুন্য রানে এমি হান্টার ফিরে যান। দলীয় ৪৮ রানের সময় আউট হন প্রেন্ডারগাস্ট। তিনি করেন ১৯ রান। এছাড়া, ফরবিস ২৫, লরা ডিলানি ২২ রান করেন।
বাংলাদেশের বো♛লারদের মধ্যে নাহিদা আক্তার ৩টি, সুলতানা খাতুন ২টি এবং মারুফা আক্তার ২টি উইকেট🐓 পান।
এর আগে, টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধ♛ান্ত নেন টাইগ্রেস অধিনায়ক জ💦্যোতি।
দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুনের উদ্বোধনী জুটি থেকে আসে🧜 ৫৯ রান। ৬১ বলে ৩৮ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে ওপেনিং জুটি। ফারজানা হক চার বাউন্ডারিতে ১১০ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক জ্যোতি ২৮ বলে ২৮ রান করে ফিরে গেলেও বেশ ভালোভাবেই এগোতে থাকেন শারমিন সুপ্তা। তবে ইনিংসের ৪৯ তম ওভারে ফ্রেয়া সার্জেন্টের বলে আর্লেন কেলির হাতে ক্যাচ আউট হয়ে সেঞ্চুরির স্বপ্নভঙ্গ হয় শারমিন সুপ্তার। সাজঘরে ফেরার আগে ১৪টি চারের মারে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। শেষ দ🅷িকে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার (১৩) ও সুবহানা মোস্তারি (৫)।
আইরিশ মেয়েদের হয়ে সর্🐭বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন ফ্রেয়া সার্জেন্ট।