অশ্বীনের অবসরের ঘোষণায় চটেছেন গাভাস্কার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৬:৫৬ পিএম
রবিচন্দ্রন অশ্বীন ও সুনীল গাভাস্কার। ছবি : সংগৃহীত

একটি গুরুত্বপূর্ণ 🐷টেস্ট সিরিজ চলাকালে ♋যদি কেউ অবসরের ঘোষণা দেন, তাহলে হয়তো সেখানে কোনো ‘কিন্তু’ থাকার সম্ভাবনা বেশি। বিশেষ করে যেখানে চলতি বোর্ডার- গাভাস্কার ট্রফির তিনটি টেস্ট শেষে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া, সেখানে আচমকা অবসর আসলে কেউ মন থেকে পছন্দ করবেন না। আর সেটাই করলেন স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বীন।

অস্ট্রেলিয়ার সঙ্গে তৃতীয় টেস্ট ড্র হওয়ার পরই অবসর ঘোষণা করেন অশ্বীন। কিন্তু সিরিজ়ে এখনও দু’টি টেস্ট বাকি। সফরের মাঝে অশ্বীনের অবসর মেনে নিতে পারছেন না সাবেক তারকা ব্যাটার সুনীল গাভাস্কার। দলকে বিপদে ফেললেন বলে মনে করছেꦅন ভারতের সাবেক এই অধিনায়ক।

ব্রিসবান টেস্ট বুধবার শেষ হয় ড্র’র মধ্য দিয়ে। বুধবার সকালেই জল্পনা শুরু হয়েছিল অশ্বীনের অবসর নিয়ে। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠক🗹ে নিজেই অবসর ঘোষণা করেন তিনি। কিন্তু সেই সিদ্ধান্ত মানতে পারছেন না গাভাস্কার। 

তিনি বলেন, ‘অশ্বীন বলতে পারত যে, এই সিরিজের পর আর ভারতের হয়ে খেলব না। ২০১৪-১৫ মৌসুমে মহেন্দ্র সিংহ ধোনি এই রকম করেছিল। তৃতীয় টেস্টের পর অবসর নিয়েছিল। সিরিজের মাঝখানে সরে দাঁড়ালে দলে একজন ক্রিকেটার কমে যায়। নির্বাচকরা তো সফরে একটা পরিকল্পনা করে দল পাঠিয়েছেন। কেউ চোট পেলে রিজার্ভ থেকে কাউকে দলে নেওয়া যায়। সিডনিতে স্পিনারেরা সাহায্য পায়। সেখানে ভারত দু’জন স্পিনার খেলানোর কথা ভাবতেই পারে। সেখানে অশ্বীন খেলা🐟র সুযোগ পেতেই পারত। জানি না মেলবোর্নের পিচ কেমন হবে। কিন্তু সিরিজ়ের শেষে অবসর নেয় ক্রিকেটারেরা। সিরিজের মাঝে অবসর নেওয়াটা সচরাচর দেখা যায় না।’