আইপিএল ২০২৫

দল না পাওয়া সেরা দশে বাংলাদেশের কারা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৭:৫৫ পিএম
মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

আইপিএলের নিলাম শেষ। আগামী বছরের আইপিএলে ২২৮ জন ক্রꦉিকেটারকে দেখা যাবে ১০টি দলের জার্সিতে। তবে দীর্ঘ দিন আইপিএল খেলা বেশ কয়েক জন বিশ্বমানের ক্রিকেটার এবার দলই পাননি। সেই তালিকার সেরা ১০ জনের মধ্যে রয়েছেন বাংলাদেশের দুইজন।  

ডেভিড ওয়ার্নার: বিশ্বের অন্যতম আগ্রাসী ব্যাটার। আইপিএল খেলার অভিজ্ঞতা যথেষ্ট। তার নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। নিলামে নিজের ন্যূনতম দাম রেখেছিলেন🐓 ২ কোটি রুপি। কিন্তু তাকে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনও দল।

কেন উইলিয়ামসন: বিশ্বের অন্যতম সেরা ব্যাট💖ার। গত তিন বছর উইলিয়ামসন ছিলেন গুজরাত টাইটান্সে। হায়দ꧋রাবাদের সাবেক এই অধিনায়ক দাম রেখেছিলেন ২ কোটি রুপি। কিন্তু দলই পাননি।

স্টিভ স্মিথ: বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ও🃏 অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক ২০২১ সালে দিল্লি ক্ꦰযাপিটালসের হয়ে আইপিএল খেলেছিলেন। তার ন্যূনতম দাম ছিল ২ কোটি রুপি। তাকে গুরুত্বই দিল না কোনও দল।

জেমস অ্যান♛্ডারসন: বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার। এরআগে কোনও দিন আইপিএল খেলেননি। প্রথমবার আইপিএল নিলামের জন্য নাম অন্তর্ভুক্ত করিয়েছিলেন। ন্যূনতম দাম রেখেছিলেন ১ কোটি ২৫ লাখ রুপি। কিন্তু কেউ আগ্রহ দেখায়নি ৭০৪টি টেস🌼্ট উইকেটের মালিকের প্রতি।

সাকিব আল হাসান: আইপিএলের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার বাংলাদেশের সাবেক অধিনায়ক। ২০১১ সালে প্রথম খেলেন কেকেআরের হয়ে, শিরোপাও জিতেছেন। এবার নিলামে অংশ নিয়েও আর দল প💙েলেন না শাকিব। তার ন্যূনতম দাম ছিল ১ কোটি রুপি।

জনি বেয়ারস্টো: আইপিএলের সফল ওপেনারদের অন্যতম বেয়ারস্টো। নিজের ন্যূনতম দাম রেখেছিলেন ২ কোটি রুপি। ত💟িনি দল পে🏅লেন না।

🐽ড্যারিল মিচেল: নিউজিল্যান্ডের অলরাউন্ডার ২০২২ সালে রাজস্থান রয়্যালস এবং ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলেছেন। আগ্রাসী মিডল অর্ডার ব্যাটার। আইপিএলে দল পেলেন না মিচেল। তার নূন্যতম মূল্য ছিল ২ কোটি টা🐈কা।

মুজিব উর রহমান: ২০২১ সালে হায়দরাবাদের হয়ে শেষ বার আইপিএল খেলেছিলেন আফগানিস্তানের অফ স্পিনার। মুজিবের ন্যূনতম দাম ছিল ২ কোটি রুপি। শেষ পর্যন্ত অবিক্রিত෴ থেকে গিয়েছেন।

আলজারি জোসেফ: ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার। ২০২২ সালে তিনি ছিলেন গুজর🔯াত টাইটান্সে। সেবার দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনিও এবার দল পাননি। ন্যূনতম দাম ছিল ২ কোটি রুপি।

মোস্তাফিজুর রহমান: ২০১৬ সাল থেকে আইপিএল খেলছেন বাংলাদেশের পেসার। গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪টি উইকেট। কিন্তু এবার কোনও দলই✱ উপমহাদেশের অন্যতম সেরা পেসারের প্রতি আগ্রহ দেখায়নি। ন্যূনতম মূল্য ছিল ২ কোটি রুপি।