অতিরিক্ত সচিব পদে ১২ কর্মকর্তাকে পদোন্নতি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৯:৩২ পিএম
বাংলাদেশ সরকারের লোগো। ছবি : সংগৃহীত

যুগ্মসচিব পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণ♏ালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তꦬাদের নিয়োগ গত ২৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন ꦍমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন, কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মেহদী হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন সিপিপি পরিচালক (যুগ্মসচিব) আহমাদুল হক, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (যুগ্মসচিব) মো. রেজাউল কবীর, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) সদস্য (যুগ্মসচিব) মোজাফফর আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক (যুগ্মসচিব) হাওলাদার মো. রকিবুল বারী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ইকবাল হোসেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (যুগ্মসচিব) এ টি এম কামরুল ইসলাম, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের পরিচালক (যুগ্মসচিব) মো. কামাল উদ্দীন বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব জালাল উদ্দিন আহম্মেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শাহজাহান মিয়া, ২০টি চাইল্ড ডে কেয়ার সেন্টার স্থাপন প্রকল্প পরিচালক (যুগ্মস🌞চিব) শবনম মোস্তারী এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক (যুগ্মসচিব) আবদুল্লাহ আল মামুন।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উ🌳ল্লিখিত কর্মস্থল থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।  

[107964]

অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা♔রা বিধি মোতাবেক আর্থিক সুবিধা প্রাপ্য হবেন। পরে পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর🎶্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা নিম্নবর্ণিত ই-মে🐭ইলে অনলাইনে যোগদানপত্র দাখিল করতে পারব✨েন (ই-মেইল sa1@mopa.gov.bd)।