সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন গণ-অভ্যুত্থানে আহতরা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৯:৪৩ পিএম
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অ🔯ন্যতম সমন্বয়ক সারজিস আলম আশ্বাসে সড়ক ছেড়েছেন ছাত্র-জনতার অভ্যুত্থ꧋ানে আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ব্যক্তিরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যার পর উন্নত চিকিৎসা ও হাসপাতালে ভালো মানের খা🐼বারের দাবিতে 🐼রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

এ রিপোর্ট রিপোর্ট লেখা পর্যন্ত  আহতদের সঙ্গে আল🐷োচনা করতে হাসপাতালেই অবস্থান করছিলেন সারজি🌠স আলম।

আহতদের দাবি, তারা দীর্ঘদিন হাসপাতালে ভর্তি হয়ে থাকলেও উন্নত চিকিৎসা পাচ্ছꩲেন না। প্রতিদিন তাদের একই ধরনের নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। এতে চিকিৎসা নিতে এসে কষ্টে থাকতে হচ্ছে তাদের। এসব নিয়ে হাসপাতাল পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্য♊বহার করা হয়। ফলে তারা বাধ্য হয়ে সড়কে অবস্থান নেন।

[108182]

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ গণমাধ্যমকে বলেন, “অভ্যুত্থানে আহত কিছু ব্যক𒊎্তি শাহবাগে অবস্থান নেন। তারা আধাঘণ্টা সড়কে ছিলেন। পরে তারা সরে যান। এখন ২ পাশের সড়কেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।”