‘৯০ বাংলাদেশি ও ৯৫ ভারতীয় জেলে মুক্তি পাচ্ছেন’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৯:১৪ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

আগামী ৫ জানুয়ারি ভারতে আটক ৯০ বাংলাদেশি এবং বাংলাদেশ আটক ৯৫ ভারতীয় জেলে মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। ওইদিন বঙ্গোপসাগরে আন্তর্জ♉াতিক জলসীমায় তাদের হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক অনুষ্ঠান শেষে তꦉিনি সাংবাদিকদের এ🥀 তথ্য জানান।

এম তৌহিদ হোসেন বলেন, “ভারতের জলসীমায় আটক ৯০ বাংলাদেꦐশি জেলে এবং বাংলাদেশ আটক ৯৫ ভারতীয় জেলে মুক্তি পাচ্ছেন। আগামী ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় তাদেরকে হস্তান্তর করা হবে।”

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টꦆ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ- ডিকাবের লাউঞ্জ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন।

এর আগে ৭৮ বাংলাদেশি নাগরিক নিয়ে এমভি মেঘনা ও এমভি লায়লা ন🏅ামক দুটি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। ৯ ডিসেম্বর তাদের আটক করা হয়। এ ছাড়া ভারতীয় জলসীমায় একটি ট্রলার ডুবে গেলে আরও ১২ বাংলাদেশি জেলে উদ্ধারের পর আটক হন।

অন্যদিকে, ভারতের ছয়টি ট্রলার গত সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। তখন ৯৫ ভারতীয় জেলেকে পটুয়াখালী ও বাগের𓆏হাটে আটক করা হয়।

[108169]

ডিকাব লাউঞ্জ উদ্বোধন🅠ী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “অতীতে সবসময় কূটনৈতিক সাংবাদিকদের সহযোগিতা পেয়ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚেছি। আগামী দিনেও কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে বলে আশা করি।”