সন্ধ্যার পর গণ-অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৮:৫০ পিএম
সড়ক অবরোধ। ছবি : সংগৃহীত

সড়ক অবরোধ করে আন্দোলনে𒀰 নেমেছেন বঙ্গব💮ন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন গণ-অভ্যুত্থানে আহতরা। 

বৃহস্পতিবার (২ জানুয়🌳ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা।

আহতদের দাবি, হাসপাতালে তারা উন্নত চ💛িকিৎসা পাচ্ছেন না, এজন্য তারা সড়কে নেমেছেন।

আন্দোলনে থাকা আহতদের একজন বলেন, “আমরা দেশ 🎃স্বাধীন করলাম, অথচ আমাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না।”

[108169]

এদিক💦ে তাদের আন্দোলনের ফলে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।