মাসব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র উৎসব

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৬:৫৭ পিএম

মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ফি🌠ল্ম আর্কাইভ ও অরুণ ফিল্ম সোসাইটির যৌথ আয়োজনে মাসব্যাপি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব প্রদর্শনীর আয়োজন করা হয় ১২টি জেলার ১৭ টি উপজেলায়।

৮ নভেম্বর মতলব উত্তর উপজেলা মিলনায়তনে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামস🙈ুল আলম। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ নূরুল আমিন রুহুল ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ নিজামূল কবীর। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র উৎসবে ৩০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত ১১ টি প্রামাণ্যচিত্র ও মুক্তিযুদ্ধের উপর নির্মিত ৭টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। আজ উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে দেখান হয় তারেক মাসুদ পরিচালিত মুক্তির গান, জহির রায়হান পরিচালিত স্টপ জেনোসাইড ও হুমায়ূন আহমেদ পরিচালিত আগুনের পরশমনি

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র উৎসবের চলচ্চিত্র প্রদর্শনী♐ হবে চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা, বরিশাল, পটুয়াখালী, সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, পাবনা, মেহেরপুর সহ ১২ জেলার ১৭টি উপজেলায়।