জার্মানিতে নির্বাসিত কবি দাউদ হায়দারের শারীর𒆙িক অবস্থা সংকটজনক। তিনি ১২ ডিসেম্বর থেকে ဣবার্লিনের নয়েকোলন হাসপাতালে ‘কৃত্রিম কোমায়’ আছেন।
হাসপাতালটির চিকিৎসক গুলিউও কাটালডেগিরমেন বলেন, ‘এই মুহূর্𒊎তে দাউদ হায়দারের শারীরিক অবস্থা বেশ সংকটজনক।’
সোমবার কবিকে হাসপাতালে দেখতে যান মাইন চৌধ🎃ুরী। তিনি জানান, দাউদ হায়দারকে ১২ ডিসেম্বর প্রথমে স্থানীয় রাইনিকেডর্ফ হাসপাতালে নেওয়া হয়। পরে নয়েকোলন হাসপাতালে আনা হয়। তিনি সম্ভবত পড়ে গিয়েছিলেন। তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা সংকটজনক হওয়ায় তাক๊ে কৃত্রিম কোমায় রাখা হয়েছে।
দাউদ হায়দার ৫০ বছ♍র ধরে বিജদেশে নির্বাসনে আছেন। তিনি বার্লিনের একটি ফ্ল্যাটে একাকী থাকেন।
সূত্র : প্রথম আলো