দেশের অন্যতম প্রধান আবৃত্তি সংগঠন ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’-এ দুই বছরের জন্য কার্ಌযনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুন) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বেলা ১১টায় সংগঠনের সাধারণ সদস্যদের সরবඣ উপস্থিতিতে স্বরকল্পন আবৃত্তিচক্রের সাধারণ সভা ও পরবর্তী দুই বছরের জন্য ১৪তম কার্যনির্বাহী কমিটি গঠিত 🐷হয়।
এ সময় কমিটিতে প্রতিশ্রুতিশীল আবৃত্তিশিল্পী শাহিদূল হক মিল্কীকে🍨 সভাপতি এবং সোহেল আহমেদকে সাধারণ সম🧜্পাদক করে গঠিত হয় সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন জাহিদুর রহমান। এছাড়া অর্থ সম্পাদক হিসেবে আছেন মনোয়ার হোসেন, অনুষ্ঠান সম্পাদক খুরশিদা ইয়াসমিন খুশি, প্রয়োগ পর্যায় সম্পাদক আরিফ আনোয়ার, দপ্তর সম্পাদক এস এম আবু জামিল, কর্মশালা সম্পাদক নূর উদ্দিন জনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক তඣাহনিয়া ইয়াসমিন।