উড়াল মনের ভেতর একটা চিতল মানুষের বসবাস দীর্ঘদিন।
মানুষটার ভেতরে জাগ্রত ছিল অষ্টাদশী চাঁদ
চাঁদের চিন্তার অতলান্তে বাঁধা ছিল
ভায়াগ্রা প্রপাত; চলমান চেতনার প্রতিকূলে ভেসে যেত
নির্বাচিক হাওয়াই-বেদনা ঘুড়ির ঝাঁক।
মানুষের মনগড়া আকাশের উচ্চতায় তোলা হলো সন্ধ্যামালতির সুরেলা বাগান।
পাখিগুলো চুপচাপ, টুপটাপ ঝরে গেল লজ্জায় মাটিতে।
জানা গেল, শেষে নগরকীর্তন...
মালতির বুকে অবাধ্য বিসুখে তিল൩ে-তিলে বেড়ে ওঠে চিতল মানুষের জয়গান।