যাঁদের হারিয়েছে সাহিত্য জগৎ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০২:৩৩ পিএম

২০২০ সালের করোনার ধাক্কা গিয়ে পড়ে ২০২১ সালেও। এ বছর বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে হারিয়েছে বাংলাদেশের সাহিত্য অঙ্গন।

রাবেয়া খাতুন
চলতি বছরের ৩ জানুয়ারি একুশে পদক বিজয়ী কথাসাহিত্যিক রাবে꧑য়া খাতুন মারা যান। বেশ কিছুদিন বার্ধক্যজনিত রোগে ভুগে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্ব🧜াস ত্যাগ করেন।

খন্দকার মাহমুদুল হাসান
শিশুসাহিত্যিক ও প্রত্নগবেষক খন্দকার মাহমুদুল ꧟হ﷽াসান ২৮ জানুয়ারি রাত ১১টা ১০ মিনিটে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান।

মুশতাক আহমেদ
২০২০ সালের মে মাসে ডিজিটাল সি♓কিউরিটি অ্যাক্টে আটক হওয়া লেখক মুশতাক আহমেদ গাজীপুরের কাশিমপুর কারাগারে আ𓆉টক থাকা অবস্থাতেই ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টার দিকে মারা যান। কারা কর্তৃপক্ষ জানান, মুশতাক আহমেদ অসুস্থবোধ করলে তাঁকে গাজীপুরের একটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি মারা গেছেন। অন্যদিকে লেখকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীদের দাবি, লেখক মুশতাক আহমেদকে কারাগারে ‘হত্যা’ করা হয়েছে।

সৈয়দ আবুল মকসুদ
২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি মারা যান লেখক, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। গুরুতর অসুস্থ হয়ে ℱপড়লে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে শেষ নিশ෴্বাস ত্যাগ করেন তিনি।

হাবীবুল্লাহ সিরাজী
চলতি ব⛦ছর ২৫ মে মা♏রা যান বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। পাকস্থলীর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অবস্থার অবনতি হলে ভ্যান্টিলেশনে নেওয়া হয় তাঁকে। সেখান থেকে আর ফেরা হয়নি তাঁর।

শেখ আবদুল হাকিম
লেখক ও অনুবাদক শেখ আবদুল হাকিম ২৮ আগস্ট বেলা ১টায় রাজধানীর নিজ বাসায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যর পরে জনপ্রিয় মাসুদ রানা ও কুয়াশা সিরিজের লেখক স্বত্ব লাভ করেন তিনি। মৃত্যুর আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন এ লেখক।

বুলবুল চৌধুরী
শেখ আবদুল হাকিমের মৃত্যুর দিনেই মারা যান কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী। ক্যানসারের সঙ্গে লড়াই করে রাজধানীর পুরান ঢাক🌸ায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রফিকুল হক দাদুভাই
জনপ্রিয় শিশ🌳ুসাহিত্যিক, ছড়াকার, শিশু সংগঠক, নাট্যকার ও প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদুভাই ১০ অক্টোবর বেলা ১১টায় নিজ বাসায় ইন্তেকাল করেন।

ফরহাদ খান
বাংলা একাডেমির সাবেক পরিচালক ও প্রাবন্ধিক ফরহাদ খান ১ অক্টোবর শুক্রবার ভ✨োর ৪টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

হাসান আজিজুল হক
স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকজয়ী কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ৮২ বছর বয়সে ১৫ নভেম🅘্বর মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। অবশেষে রাজশাহীর বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

অধ্যাপক রফিকুল ইসলাম
একুশে💙 পদকপ্রাপ্ত নজরুল গবেষক বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ৩০ নভেম্বর মারা যান। ফুসফুসের জটিলতায় ভুগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষౠ নিশ্বাস ত্যাগ করেন তিনি।