রং নাম্বার অথবা ব্যর্থ ক্রিং ক্রিং

আহমেদ শিপলু প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৬:৪৪ পিএম

তুমি বললে খাঁটি সোনা, তোমরা বললে ন🌼কল সোনা, আর আমি চিরকাল চেনা না চে🧸নার ধন্দে...

প্রেমের ভাব আর লেনা-দেনার ফাঁকফোকর জানে না বাউল, খাঁটির হাট বরাবর তার রাস্তা। 
এমন তো হতেই পারত যেখা🔯নে মানুষের কোনো ভাষা নেই, ইশারাও নেই। চোখ রাখলেই পড়া যায় মনের কথা ও ভাব। পোশাকের বদলে দেহের নান্দনিক সৌন্দ🅺র্যের বাঁক ও চূড়া চোখের তৃষ্ণায়।

রং নাম্বারে প্রার্থনা ঘুরাতে ঘুরাতে অবিরাম ক্রিং ক্রিং, অবিরাম মনুমেন্ট, চিৎকার প্রতারণা। 
চোর চোর এবং চোর এবং চোর আর চোর
এ রকম পড়া যেত চোখের ভাষায় 
যদি না থাকত এই সব অক্ষর ভরা প্রতারণা 
হতো না ভিন্ন ভিন্ন নাম 
মহান স্রষ্টার মহান শব্দটিও জানা হতো না
♉অথবা স্রষ্টা অথবা আল্লা ভ𝓀গবান অথবা—অথবা শব্দটিও...