দেশেই লুকিয়ে আছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০২২, ০১:৫৭ পিএম

বিক্ষোভকারীদের তাণ্ডবে🥃 বাসভবন ছেড়ে পা🅰লিয়ে গেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তবে দেশ ছেড়ে যাননি। লুকিয়ে আছেন নিজ দেশের ভেতরেই।

স্থানীয় গণমাধ্যম ডেইলি মি💞রর বলছে, জনসমক্ষে থেকে দূরে অবস্থান নিয়েছেন গোতাবায়া। লুকিয়ে থেকে কিছু কার্যক্রমে ꧅অংশ নিচ্ছেন তিনি।

শনিবার গণবিক্ষোভ চূড়ান্ত রূপ নেওয়ার পর গোতাবায়া নৌবাহিনীর জাহাজে শ্রীলঙ্কার জলসীমার মধ্যে ছিলেন। পরদিন রোববার সকালে একবার স্থলভূমিতে আসেন তিনি। সেদিন দেশের বাহিনীর প্রধান ও চিফ অব ডিফেন্সের সঙ্গে বৈঠক করেন গোতাবায়া।
গোতাবায়া বলেছেন, তিনি ১৩ জুলাই আনুষ্ঠ🐻ানিকভাবে ꧅প্রেসিডেন্টের পদ ছাড়বেন। এর পরপরই তিনি বিদেশে চলে যাবেন।

এদিকে গোতাবায়া পদ ছাড়ার ঘোষণা দেওয়ার প💖র নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ জানানো হয়েছে। ২০ জুলাই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে।

দে🐲শের দুঃসময়ে হাল ধরতে চান শ্রীলঙ্কার বিরোধী দল এসজেবির প্রধান নেতা সাজিথ প্রেমাদাসা। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দেন।