হাইতির রাজধানীඣ পোর্ট-অ-প্রিন্সে একটি সরকারি হাসপাতালে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
বিবিসির জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বꦗর) জেনারেল হাসপাতালটি পুনরায় চালুর ঘোষণা উপলক্ষে সংবা🧔দ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় হঠাৎ বন্দুকধারীরা হামলা চালায়। নিহতদের মধ্যে দুইজন সাংবাদিক এবং এক পুলিশ কর্মকর্তা রয়েছেন।
হাসপাতাল ভবনের ভেতরে হতাহতদের পড়ে থাকার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এলাকাটি দীর্ঘদিন ধরে সহিংস গ্যাংদের নিয়꧂ন্ত্রণে ছিল। তবে গত জুলাই মাসে সরকার এই এলাকা পুনরুদ্ধার করে।
হাইতির প্রেসিডেন্ট ট্রানজিশনাল কাউন্ꦬসিলের প্রধান লেসলি ভলতেয়ার এক ভিডিও বার্তায় নিহ𝕴তদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মো🐻য়েস হত্যার পর থেকেই হাইতিতে গ্যাং সহিংসতা বাড়তে থাকে। রাজধানীর ৮৫ শতাংশ এ💃খনো গ্যাংদের নিয়ন্ত্রণে রয়েছে। গত এপ্রিলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও সহিংসতা কমেনি। কেনিয়ার পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করেও গ্যাং সহিংসতা রোধ করা সম্ভব হয়নি।