বড়দিনের আগে হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ১০:০৫ এএম
বিল ক্লিনটন। ছবি : সংগৃহীত

বড়দিনের আগে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হ🐠য়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। সোমবার (২৪ ডিসেম্বর) তাকে ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি কর🌠া হয়।

বিল ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞꦰ্জেল ইউরেনা এ তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

অ্যাঞ্জেল ইউরেনা জানান, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য সোমবার বিকেলে প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি ভালো আছেন। তাকে অন্তত এক রাত হাসপাতালে থাকতে হবে। তবে🥃 আশাবাদী বড়দিনের আগেই তিনি 🍸বাসায় ফিরতে পারবেন।

৭৮ বছর 🍬বয়সী ক্লিনটনকে চলতি বছরে বেশ কয়েকবার শারীরিক সমস্যার 𒀰মুখে পড়তে হয়েছে।

[107461]

সবশেষ ২০২২ সালের নভেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন এই মার্কিন সাবেক প্🌞রেসিডেন্ট। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্♈তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন।